লিঙ্গ বৈষম্য দূরীকরণে নারী ক্ষমতায়নে জাতীয় নীতির উদ্দেশ্য
সমাজ উন্নয়নে নারী ক্ষমতায়ন একটি জটিল পদ্ধতি। ভারতের মহিলাদের উন্নয়নের মূল স্রোতের সঙ্গে সামিল করতে ভারত সরকার ২০০১ খ্রিঃ অবশেষে নারী ক্ষমতায়নের জাতীয় নীতি (NPWE) ঘোষণা করেছে। ২০০১ খ্রিস্টাব্দকে ‘নারী ক্ষমতায়ন বর্ষ (Women Empowerment Year)’ হিসেবে উদ্যাপন করেছে। নারী ক্ষমতায়নে জাতীয় নীতির উদ্দেশ্য হল—
- অর্থনৈতিক ও সামাজিক নীতিসমূহের মধ্য দিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করা যাতে সমাজে মহিলাদের পক্ষে পরিপূর্ণ বিকাশের সুযোগ লাভ সম্ভব হয়।
- রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পুরুষদের সঙ্গে মহিলাদের সমান মর্যাদায় কার্যতঃ ও আইনতঃ সমস্ত মানবাধিকার ও মৌলিক অধিকার ভোগ করা সম্ভব হয়।
- জাতির সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অন্যান্য সকলের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সমান সুযোগ লাভ করার সুযোগ দেওয়া।
- স্বাস্থ্য পরিষেবা, সমস্ত স্তরে উচ্চমানের শিক্ষা, পেশা ও বৃত্তিমূলক শিক্ষার অনুবর্তন (Guidance), চাকুরি, সমান পারিশ্রমিক, কর্মক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও সরকারি অফিসে ও অন্যান্য ক্ষেত্রে প্রবেশের সমান সুযোগ পাওয়ার অধিকার দেওয়া।
- মহিলাদের উপর থেকে স্ত ধরনের বৈষম্য অপসারণে আইনি ব্যবস্থাকে শক্তিশালী করা।
- সমাজে পুরুষ ও মহিলা সকলের সঙ্গে নারীদের সক্রিয় অংশগ্রহণ ও যোগাযোগের মাধ্যমে সামাজিক মনোভাবে ও সমষ্টির আচার-আচরণে পরিবর্তন আনার পরিবেশ সৃষ্টি করা।
- উন্নয়ন প্রক্রিয়ায় লিঙ্গ প্রেক্ষিতকে (Gender Perspective) মূলস্রোতে সামিল করা।
- নারী ও শিশুদের উপর থেকে সমস্ত ধরনের বৈষম্য ও যে-কোনও ধরনের হিংস্রতা অপসারণ করা।
- নাগরিক সমাজের বিশেষ করে মহিলা সংগঠনসমূহের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা ও তাকে শক্তিশালী করা।
Leave a reply
You must login or register to add a new comment .