কয়লার ব্যবহার
- ভারতে উৎপাদিত মোট কয়লার শতকরা প্রায় ৬৪ ভাগ ব্যবহার করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনে।
- শতকরা প্রায় ১ ভাগ বাষ্পীয় রেলইঞ্জিনে ব্যবহার করা হয় অর্থাৎ পরিবহনের কাজে লাগে।
- শতকরা প্রায় ১৩ ভাগ লোহা-ইস্পাত শিল্পে আকরিক লোহা গলানোর জন্য ব্যবহার করা হয়। বাকি কয়লার মধ্যে
- শতকরা প্রায় ৪ ভাগ সিমেন্ট শিল্পে ,
- ২ ভাগ সার শিল্পে এবং
- ১৬ ভাগ গৃহস্থালির জ্বালানিসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়।
লোহা-ইস্পাত শিল্পে কয়লা থেকে উৎপন্ন কোক ব্যবহার করা হয়। কয়লা থেকে নিম্ন ও উচ্চ তাপযুক্ত অঙ্গারীকরণ পদ্ধতির মাধ্যমে কোক উৎপাদনের সময় যে অসংখ্য উপজাত দ্রব্য পাওয়া যায় , সেগুলি রাসায়নিক শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .