উয় ও শীতল সমুদ্রস্রোতের মিলনস্থলে দুই বিপরীত মুখী ও বিপরীতধর্মী সমুদ্রস্রোতের উষ্ণতার পার্থক্যের ফলে এই অঞ্চলে প্রায়ই ঘন কুয়াশা ও সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হয়। নিউফাউন্ডল্যান্ডের পাশ দিয়ে উম্ন উপসাগরীয় স্রোত ও বিপরীতমুখী শীতল ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হওয়ার জন্য নিউফাউন্ডল্যান্ডের উপকূলে সারাবছর কুয়াশার সৃষ্টি হয়। একইভাবে জাপানের কাছে প্রশান্ত মহাসাগরে উঘ্ন কুরোশিয়ো বা জাপান স্রোত এবং শীতল ওয়াশিয়ো স্রোতের মিলনস্থলে প্রায় সবসময় কুয়াশার চাদর ঢেকে রাখে।
Leave a reply
You must login or register to add a new comment .