জোয়ার ভাঁটার ফলাফল বা মানবজীবনের ওপর জোয়ার-ভাঁটার প্রভাব
মানব জীবনের ওপর জোয়ার-ভাঁটার প্রভাব সর্বাধিক। এর উল্লেখযোগ্য ফলাফলগুলি হল—
জোয়ার ভাঁটার সুফল :
- জোয়ারের সময় অগভীর নদীতে জলের মাত্রা বৃদ্ধি পায়। ফলে ওই সময় নদীতে বড়ো বড়ো জাহাজ প্রবেশ করতে পারে এবং ভাঁটার টানে ফিরে যেতে পারে। অর্থাৎ নৌ-চলাচলে সুবিধা হয়।
- ভাটার টানে নদীর আবর্জনা ও পলি সাগরে গিয়ে পড়ে। ফলে নদীর গভীরতা ও নাব্যতা উভয়েই বাড়ে।
- জোয়ার-ভাঁটার টানে নদীতে সামুদ্রিক মাছের আনাগোনা বাড়ে ফলে জেলেদের জীবনযাত্রা নিয়ন্ত্রিত হয়।
- জোয়ার-ভাঁটার শক্তিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
- জোয়ারের জলের প্রভাবে নদী-মোহানা পলিমুক্ত হয় এবং ব-দ্বীপ গঠনে বাধা দেয়।
জোয়ার ভাঁটার কুফল :
- জোয়ারের সময় সমুদ্র উপকূলের ও নদীর পাড়ের কৃষিজমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
- জোয়ারের জল অনেক সময় নদী মোহানার পলি তুলে নিয়ে দেশের অভ্যন্তরে নদীগর্ভে জমা করে নদীর গভীরতা কমিয়ে দেয়।
- জোয়ারের জলে নদীর মিষ্টি জল লবণাক্ত হয়ে পড়ে।
- প্রবল জোয়ারের ফলে নদীতে বান আসলে তার ফলে নৌকাডুবি এবং জীবনহানির সম্ভাবনা থাকে।
Leave a reply
You must login or register to add a new comment .