Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সমূহের বিবরণ দাও।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সমূহের বিবরণ দাও।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ

পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলি হল—

  1. নেপাল
  2. ভুটান
  3. বাংলাদেশ

নেপাল

পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম সীমানায় আছে স্বাধীন দেশ নেপাল , যার ক্ষেত্রফল 147181 বর্গকিমি। নেপালের রাজধানী কাঠমাণ্ডু। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট ( সর্বোচ্চ উচ্চতা 8848 মিটার ) নেপালে অবস্থিত। এই দেশটির প্রধান নদী কালিগন্ডক।

ভুটান

পশ্চিমবঙ্গের উত্তর সীমানায় অবস্থিত স্বাধীন দেশ ভুটান , যার ক্ষেত্রফল 38394 বর্গকিমি এবং রাজধানী থিম্পু। এই দেশের সর্বোচ্চ শৃঙ্গ কুলাকাংড়ি এবং প্রধান ও দীর্ঘতম নদী মানস।

বাংলাদেশ

এই দেশটি পশ্চিমবঙ্গের পূর্ব সীমানায় অবস্থিত। এর ক্ষেত্রফল 148460 বর্গকিমি ও রাজধানী ঢাকা। এই দেশের সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং এবং প্রধান নদী পদ্মা – মেঘনা।

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলি হল—

  1. বিহার
  2. ঝাড়খণ্ড
  3. ওডিশা
  4. অসম
  5. সিকিম

বিহার

এই রাজ্যটি পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় অবস্থিত। এর ক্ষেত্রফল 94163 বর্গকিমি ও রাজধানী পাটনা । বিহারের প্রধান নদী গঙ্গা। এ ছাড়া এখানকার অন্যান্য নদীগুলি হল কোশী , গণ্ডক , শোন ইত্যাদি।

ঝাড়খণ্ড

পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় অবস্থিত ঝাড়খন্ডের ক্ষেত্রফল 79714 বর্গকিমি এবং রাজধানী রাঁচি। এখানকার নদনদীর মধ্যে প্রধান দামোদর।

ওডিশা

পশ্চিমবঙ্গের দক্ষিণ-পশ্চিম সীমানায় অবস্থিত ওডিশার ক্ষেত্রফল 155707 বর্গকিমি। এর রাজধানী ভুবনেশ্বর ও প্রধান নদী মহানদী। পুরী হল এখানকার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ও পর্যটনকেন্দ্র।

অসম

পশ্চিমবঙ্গের পূর্ব বা উত্তর-পূর্ব সীমানায় অবস্থিত অসমের ক্ষেত্রফল 78438 বর্গকিমি। এর রাজধানী দিসপুর ও প্রধান নদী ব্রহ্মপুত্র। ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি এই ব্রক্ষ্মপুত্র নদে অবস্থিত।

সিকিম

পশ্চিমবঙ্গের উত্তর সীমানায় অবস্থিত সিকিমের ক্ষেত্রফল 7096 বর্গকিমি। এর রাজধানী গ্যাংটক ও সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। তিস্তা এখানকার প্রধান নদী।

Read More

Leave a reply