মরু অঞ্চলে দিনেরবেলা প্রচণ্ড উত্তাপ ও রাত্রিবেলা উত্তাপ কম থাকে কেন
বছরের অধিকাংশ সময় উয় মরুভূমির আকাশ মেঘমুক্ত থাকে। ফলে, 66 শতাংশ কার্যকরী সৌরশক্তির প্রায় 14 শতাংশ বায়ুমণ্ডলে উপস্থিত বালুকণা, জলীয় বাষ্প, কার্বন ডাই-অক্সাইড প্রভৃতি গ্যাস দ্বারা শােষিত হলেও বাকি 51 শতাংশ কার্যকরী সৌরশক্তি ভূপৃষ্ঠ উত্তপ্ত করে। বালুকাময় মরুভূমি গঠনের প্রধান উপাদান হল কোয়ার্টজ (Quartz) জাতীয় খনিজ। এই খনিজগুলির তাপ শােষণ ক্ষমতা যেমন বেশি, তেমনি এর তাপ বিকিরণ ক্ষমতাও বেশি। মরুভূমির বালুকাময় মৃত্তিকা সরাসরি সৌরতাপ শােষণ ও বিকিরণ ঘটিয়ে বায়ুমণ্ডলের দ্রুত উত্তপ্ত করে তােলে। আবার রাত্রিবেলায় আকাশ মেঘমুক্ত হওয়ায় দ্রুত বিকিরণের মাধ্যমে ভূ-পৃষ্ঠীয় ও বায়ুমণ্ডলীয় তাপ মহাশূন্যে ফিরিয়ে দেয়। ফলে রাত্রিবেলা ভীষণ শীতল হয়ে পড়ে। মরু অঞ্চলের এরকম ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য মরু অণ্ডলে দিনেরবেলা প্রচণ্ড উত্তাপ থাকে কিন্তু রাত্রিবেলা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু দ্রুত তাপ হারিয়ে শীতল হয়ে পড়ে।
Read More
- পরিচলন বৃষ্টি কাকে বলে ? পরিচলন বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী?
- বৃষ্টিচ্ছায় অঞল কাকে বলে? বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হওয়ার কারণ কী? উদাহরণ দাও।
- ঘূর্ণবাত বৃষ্টিপাত কাকে বলে? ঘূর্ণবাত বৃষ্টিপাতের বৈশিষ্ট্য কী?
- শৈলােৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? এই বৃষ্টিপাতের শর্তগুলি কী কী?
- নিরপেক্ষ আদ্রর্তা (চরম আদ্রর্তা) ও আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা লেখাে।
- মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন?
- নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয় কেন?
- নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক সংক্ষেপে আলােচনা করাে।
- উষ্ণতা হ্রাসের গড় কাকে বলে ? চিত্রসহ উদাহরণ দাও।
- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে তুমি মনে করাে।
Leave a reply
You must login or register to add a new comment .