ক্ষুদ্ধমণ্ডল
ট্রপােস্ফিয়ার স্তরে মেঘ বা বায়ুপ্রবাহ এই স্তরেই সৃষ্টি হয়। প্রবল বায়ুর উদ্দামতা, ঝড়-বৃষ্টি, বিদ্যুৎ-বজ্রপাত, জেট স্ট্রিম প্রভৃতির সৃষ্টি এই স্তরেই হয়ে থাকে সে কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন এই ট্রপােস্ফিয়ারকে ক্ষুব্বমণ্ডলও বলা হয়।
Read More
- বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার কারণ কী?
- বায়ু উম্ন হয় কোন্ কোন্ পদ্ধতিতে?
- ধোঁয়াশা কী?
- আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু’বলার কারণ কী?
- ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? বা ঝড়ের চক্ষু কাকে বলে?
- শিশিরাঙ্ক কী?
- Inter Tropical Convergence Zone বা ITCZ বলতে কী বােঝাে?
- বাইস ব্যালট সূত্র বলতে কী বােঝাে?
- অধঃক্ষেপণ কাকে বলে?
- অতিবেগুনি রশ্মি স্ট্র্যাটোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয় কেন?
- জেট বিমান স্ট্রাটোস্ফিয়ারের ভেতর দিয়ে যাওয়া সুবিধাজনক মনে করে কেন?
- ইনসােলেশন বলতে কী বােঝাে?
- আয়নােস্ফিয়ারে মেরুপ্রভা সৃষ্টি হয় কেন?
- জলস্তম্ভ ও বালিস্তম্ভ কাকে বলে ?
- আপেক্ষিক আদ্রর্তা ও উষ্ণতার সম্পর্ক কী?
- ওজোন স্তরের গুরুত্বপূর্ণ দিকগুলি আলােচনা করাে।
- বায়ুমণ্ডলের ওজোন স্তরে ছিদ্র হলে কী ঘটতে পারে বলে তুমি মনে করাে।
Leave a reply
You must login or register to add a new comment .