বাস্তুসংস্থান বা বাস্তব্যবিদ্যা বা ইকোলজি
প্রাণীবিজ্ঞানী হেকেল-এর মতে জীবের একটি সুনির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার ঘটনা হল ইকোলজি। আক্ষরিক অর্থে ‘ইকোলজি” কথাটির মানে হল বাসস্থান (home) সম্পর্কে জ্ঞান বা অধ্যয়ন। আবার সামগ্রিক অর্থে জীবাণু, উদ্ভিদ, প্রাণী, মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুসারে জৈব এবং অজৈব উপাদানগুলির মধ্যে সুনিয়ন্ত্রিত ও সক্রিয় ভাবে যে অবিরাম কাজ চলছে সেই বিষয়ে বিশদ জ্ঞান অর্জন করাকে বাস্তুসংস্থান বা ইকোলজি (Ecology) বলে।
দুটি গ্রিক শব্দ থেকে ইকোলজি কথাটির উদ্ভব হয়েছে। শব্দ দুটি হল যথাক্রমে “oikos” (মানে বাড়ি বা গৃহ বা বাসস্থান, ইংরেজিতে home) এবং “logos” (অর্থাৎ জ্ঞান বা knowledge)।
Read More
- বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম (Ecosystem) কাকে বলে?
- ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কী?
- স্বভােজী জীব বা উৎপাদক বা অটোট্রফিক উপাদান (Autotrophic Components) কী?
- তৃণভােজী খাদক বা হার্নিভাের (Herbivores) কাদের বলে?
- মাংসাশী-স্তন্যপায়ী খাদক বা কার্নিডাের (Carnivores) কাদের বলে?
- সর্বভুক খাদক বা ওমনিভাের (Omnivores) কী?
- প্রাথমিক খাদক কাদের বলে ?
- দ্বিতীয় স্তরের খাদক বা গৌণ খাদক কাদের বলে?
- তৃতীয় স্তরের খাদক বা প্রগৌণ খাদক কাদের বলে?
- মাইক্রোকনজিউমার বা ডিকম্পােজার বা বিয়ােজক কী ? এদের কাজ কী?
- এডস (HIV/AIDS) কী? এর লক্ষণ কী কী? এডস রােগের নিরাময় কী?
Leave a reply
You must login or register to add a new comment .