যে আর্থিক প্রতিষ্ঠানসমূহ জনগণ এবং নানা প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং আমানতকারীদের এই আমানতি অর্থের একাংশ চেকের মাধ্যমে তুলে নেওয়ার সুযােগ দেয় এবং বিভিন্ন ব্যাঙ্ক প্রতিষ্ঠানকে ঋণদান করে, সেই আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বাণিজ্যিক ব্যাঙ্ক বলে। যেমন—SBI, UBI, PNB ইত্যাদি।
বাণিজ্যিক ব্যাঙ্কের মূল কাজ বা কার্যাবলি
অর্থনীতিতে বাণিজ্যিক ব্যাঙ্কের গুরুত্ব অপরিসীম। বাণিজ্যিক ব্যাঙ্ক তার কার্যাবলি সম্পাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে থাকে। আধুনিক বাণিজ্যিক ব্যাঙ্ক নিম্নলিখিত কাজ ও পরিষেবাগুলি সম্পাদিত করে থাকে।
১) আমানত গ্রহণ
সর্বসাধারণ, কারবারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সঞিত অর্থ আমানত হিসাবে জমা রাখা বাণিজ্যিক ব্যাঙ্কের অন্যতম প্রধান কাজ। চলতি, সঞ্জয়ী ও স্থায়ী হিসাবে ব্যাঙ্ক আমানত গ্রহণ এবং গৃহীত আমানতের উপর নির্দিষ্ট হারে সুদ দেয়।
২) ঋণদান
বাণিজ্যিক ব্যাঙ্ক তার মূলধন ও গৃহীত আমানতের একটি অংশ জনসাধারণ, কারবারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে স্বল্প, মাঝারি ও দীর্ঘ মেয়াদি ভিত্তিতে ঋণ প্রদান করে। এর জন্য ব্যাঙ্ক জামিন ও সুদ আদায় করে।
৩) বিনিয়ােগ
বাণিজ্যিক ব্যাঙ্ক সরাসরি সরকারি ঋণপত্র বা কোম্পানির শেয়ার বা জমিজমা কিনে ঐ সমস্ত ক্ষেত্রে অর্থ বিনিয়ােগ করে থাকে।
৪) আমানত সৃষ্টি
বাণিজ্যিক ব্যাঙ্ক ঋণদানের সময় ঋণগ্রহণকারীর নামে একটি আমানত খুলে ঋণের টাকা জমা দেয় এবং সেই আমানত থেকে ঋণ দেয়। এভাবে ঋণ প্রদানের মাধ্যমেও ব্যাঙ্ক আমানত সৃষ্টি করে।
৫) বৈদেশিক বাণিজ্যে সাহায্য
বাণিজ্যিক ব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয়, দ্রব্য চালানের রসিদ ও বৈদেশিক হুন্ডি বহন ইত্যাদির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে সাহায্য
৬) প্রতিনিধিত্বমূলক কাজ
বাণিজ্যিক ব্যাঙ্ক আমানতকারীদের প্রতিনিধি হিসাবে তাদের সম্পদ গচ্ছিত রাখে, গ্রাহকদের শেয়ার ক্রয়-বিক্রয়, অর্থের স্থানান্তর, প্রেরণ, ফোনের বিল প্রদান ইত্যাদি ব্যবস্থা করে থাকে।
৭) অর্থনৈতিক উন্নয়নে সহায়তা
বাণিজ্যিক ব্যাঙ্কগুলি অগ্রাধিকার ক্ষেত্রে ঋণদান, পরিকল্পনা রূপায়ণে সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে।
৮) সামাজিক উদ্দেশ্যের রূপায়ণ
বাণিজ্যিক ব্যাঙ্ক তপশিলি উপজাতিদের উন্নয়নে বিশেষ কর্মসূচি, দারিদ্র্য বিমােচনে সাহায্য, বেকার সমস্যা হ্রাস, সামাজিক বৈষম্য দূরীকরণে প্রচেষ্টা চালিয়ে থাকে।
৯) অন্যান্য কার্যাবলি
এছাড়াও বাণিজ্যিক ব্যাঙ্ক নিম্নলিখিত কাজগুলি করে থাকে—মূল্যবান দ্রব্য সংরক্ষণ, ভ্রমণকারীর চেক বিলি, সঞ্চয়ের উৎসাহ দান, তথ্য সরবরাহ, প্রয়ােজনীয় পরামর্শ দান, কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি, দেশের সামগ্রিক বিকাশ, মােবাইল ও ইন্টারনেটে ব্যাঙ্কিং পরিষেবা প্রদান ইত্যাদি।
Read More
- ঘাটতি বাজেট কাকে বলে?
- ঘাটতি ব্যয়ের অসুবিধা লেখাে।
- সংকোচনমূলক রাজস্বনীতি কাকে বলে?
- বাণিজ্যচক্র কাকে বলে?
- ভারসাম্য বাজেট গুণক বলতে কী বােঝায়?
- প্রান্তিক আয় কাকে বলে?
- গড় রেভিনিউ কাকে বলে?
- কেন্দ্রীয় ব্যাঙ্কের গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি আলােচনা করাে।
- কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করাে।
- মুদ্রাস্ফীতি কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের দু’টি রাজস্বনীতি লেখো।
Leave a reply
You must login or register to add a new comment .