জীবমণ্ডল
উদ্ভিদ ও প্রাণীজগতের সমষ্টিকে জীবমণ্ডল বলে। এটি জীব ও জীবনের ধারক ও বাহক। জীবমণ্ডল একটি সামগ্রিক এলাকা। পৃথিবীর জল, মাটি, বাতাস—যেখানেই প্রাণের অস্তিত্ব আছে, তা জীবমণ্ডলের অন্তর্ভুক্ত।
তবে জীবমণ্ডল যে শুধু সজীব উপাদান যেমন, উদ্ভিদ ও প্রাণীজগতের যােগফলে গড়ে উঠেছে, তাই নয়, এখানে আছে শক্তির প্রবাহ (energy flow), এবং জল, মাটি বাতাস প্রভৃতি একাধিক জড় উপাদান। জীবমণ্ডলের মধ্যে এই বিভিন্ন সজীব, নির্জীব উপাদানগুলির মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া-বিক্রিয়া লক্ষ করা যায়। আর সে কারণেই জীবমণ্ডল এত বৈচিত্র্যময়।
জীবমণ্ডলের বিস্তৃতি
জীবমণ্ডলের বিস্তৃতি মাটির গভীরে প্রায় ১০ মিটার, সমুদ্রের গভীরে ১০০ মিটার ও বায়ুমণ্ডলে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০০ মিটার।
জীবমণ্ডলের পরিবেশগত গুরুত্ব
(১) পৃথিবীতে প্রাণের ঠিকানা হল জীবমণ্ডল। জীবমণ্ডল না থাকলে পৃথিবী এই সৌরজগতের অন্যান্য গ্রহ যেমন, বুধ, মঙ্গল, শুক্র, বৃহস্পতি ইত্যাদির মতাে প্রাণহীন গ্রহ হয়ে থাকত।
(২) সমুদ্রের মধ্যে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছে। সেই আদি প্রাণীরা জননের মাধ্যমে সংখ্যায় বেড়েছে। ফলে সমুদ্রে জীবমণ্ডলের সৃষ্টি হয়েছে।
(৩) মানুষ জীবমণ্ডলের সদস্য। তবে মানুষের প্রভাব জীবমণ্ডলের ওপর সবসময় ভালাে হয়নি। ফলে বহু উদ্ভিদ ও প্রাণী চিরদিনের জন্য পৃথিবী থেকে হারিয়ে গেছে। এই কারণে বিজ্ঞানীরা। জীবমণ্ডলকে ভঙ্গুর (fragile) বলে মনে করেন। কারণ জীবমণ্ডল কখনই শিলামণ্ডল, বারিমণ্ডল ও বায়ুমণ্ডলের মতাে স্থায়ী মণ্ডল নয়। জীবমণ্ডলের মধ্যে পরিবর্তনের হার খুব বেশি ও দ্রুত।
(৪) জীবমণ্ডল আছে বলেই মানুষ খাদ্য, অক্সিজেন, জল ও শিল্পের প্রয়ােজনীয় বহু কাচামালের জোগান পায়।
Read More
- বায়ােম (Bioine) কাকে বলে?
- প্রাকৃতিক বাসভূমি বা হ্যাবিট্যাট কাকে বলে?
- “নিচ” (Niche) বা “নিসে” বলতে কী বােঝায়?
- জলচক্র বা বারিচক্র কাকে বলে? পরিবেশ জলচক্রের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
- অলবণীকরণ বা ডিস্যালিনেশন প্ল্যান্ট (Desalination Plant) কী? এই পদ্ধতির অসুবিধা কী?
- বারিমণ্ডলের পরিবেশগত গুরুত্ব কী?
- বারিমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার কাকে বলে? এর উপাদানগুলি কী কী?
Leave a reply
You must login or register to add a new comment .