দারিদ্র মােকাবিলার জন্য বহুবিধ প্রকল্প গৃহীত হওয়া সত্ত্বেও ভারতে এর প্রকোপ বিশেষ কমেনি। এখনও এদেশের 20% লােক দারিদ্র্যসীমার নীচে বাস করে। এরুপ অবস্থায় আমাদের একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় ভারতে দারিদ্র্য টিকে থাকার কারণগুলি কী?
ভারতে দারিদ্র্য টিকে থাকার কারণ
উন্নয়ন হারের মন্থর বৃদ্ধি
ভারতে অর্থনৈতিক উন্নয়নের হার মন্থর, শিল্পের সম্প্রসারণ হারও মন্থর। ফলে শিল্পে নিয়ােগের পরিমাণ কম হওয়ায় সমাজে দারিদ্র্য থেকেই যাচ্ছে।
বেকার সমস্যা
ভারতের প্রবল বেকারত্বের সমস্যা দারিদ্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। 1990-এর দশকে ভারতে বেকার সমস্যা ভয়াবহ রূপ ধারণ করে এবং এই সমস্যা প্রশমিত না হওয়ায় দারিদ্র্যও কমছে না।
চুইয়ে পড়া প্রভাব কার্যকরী না হওয়া
পরিকল্পনার প্রথম দিকে পরিকল্পনা কমিশনের সমাজের উঁচুতলা থেকে উন্নয়নের সুফল সমাজের নীচুতলায় চুইয়ে নেমে আসবে বলে ধারণা ছিল। তা না হওয়ায় সমাজের নীচুতলার লােকেরা দরিদ্রই থেকে গেছে। এক কথায়, চুইয়ে পড়া প্রভাবের কার্যকারিতার অভাব দারিদ্র্য স্থায়ী হওয়ার অন্যতম কারণ।
জনবিস্ফোরণ
জনবিস্ফোরণের সমস্যা ভারতে দারিদ্র্যকে টিকিয়ে রেখেছে। পরিবারের সদস্য সংখ্যা যত বাড়বে এবং বেকার থাকবে, তাদের দারিদ্রও তত বাড়বে এবং স্থায়ী হবে।
দারিদ্র্য দূর করতে হলে, কোনাে স্বল্পকালীন পরিকল্পনা না নিয়ে অর্থনৈতিক উন্নয়ন, আয় এবং এর সুষম বণ্টন, বেকার সমস্যার সমাধান, জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং সুসংহত সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করতে হবে।
Read More
- ডাঙ্গেল খসড়া কী ?
- বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) দুটি কাজ উল্লেখ করাে।
- গ্যাট ও বিশ্ব বাণিজ্য সংস্থার মধ্যে মূল পার্থক্য কোথায় ?
- বিমা কয় প্রকার ও কী কী ?
- দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলে?
- দারিদ্র্যের ফাকঁ কাকে বলে?
- বেসরকারি কেন্দ্রায়ন বলতে কী বােঝাে?
- মরসুমি বেকারত্ব কাকে বলে?
- সংঘাতজনিত বেকারত্ব বা বাণিজ্যচক্রজনিত বেকারত্ব কাকে বলে?
- ভারতে দারিদ্র্যের বিভিন্ন পরিমাপ আলােচনা করাে।
- ভারতের মতাে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশে বেকারত্বের ধরনগুলি উল্লেখ করাে।
Leave a reply
You must login or register to add a new comment .