চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারণকারী দু’টি বিষয় হলাে –
1. দীর্ঘস্থায়ী দ্রব্যের চাহিদা সাধারণত অস্থিতিস্থাপক হয়। কিন্তু অস্থায়ী ও পচনশীল দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়।
2. দ্রব্যের প্রকৃতির উপর চাহিদার স্থিতিস্থাপকতা বিশেষভাবে নির্ভর করে। যে সব দ্রব্যের প্রয়ােজনীয়তা বা আবশ্যকতা যত বেশি হয়, সেই দ্রব্যের চাহিদা তত অস্থিতিস্থাপক হয়। যেমন- চাল, ডাল, লবণ প্রভৃতি নিত্যপ্রয়ােজনীয় দ্রব্য এই কারণেই অস্থিতিস্থাপক হয়। অপরদিকে, বিলাস দ্রব্য যেমন— টিভি, ফ্রিজ ইত্যাদির চাহিদা অপেক্ষাকৃত স্থিতিস্থাপক হয়। এদের দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার বিশেষ পরিবর্তন ঘটে।
Read More
- ফার্মের স্থির ব্যয়ের দুটি উদাহরণ দাও।
- পরিবর্তনশীল ব্যয় কাকে বলে? উদাহরণ সহ লেখাে।
- উৎপাদনের গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্কটি বিবৃত করাে।
- প্রান্তিক ব্যয় স্থির ব্যয়ের উপর নির্ভর করে না কেন?
- উৎপাদনের স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য দেখাও।
- চাহিদার দামগত স্থিতিস্থাপকতা কাকে বলে ?
- চাহিদার চাপগত স্থিতিস্থাপকতার সূত্রটি কী?
- সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কী ?
- চাহিদা রেখার ঢাল ও চাহিদার স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক কী ?
- চাহিদার পারস্পরিক স্থিতিস্থাপকতা কাকে বলে?
- চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা কাকে বলে?
Leave a reply
You must login or register to add a new comment .