শান্তমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার
স্তব্ধস্তর বা ট্রোলােপজের উচ্চতম সীমান্ত থেকে শুরু হয়েছে শান্তমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere)। এই স্তরটি মােটামুটিভাবে ১৭ কিমি থেকে ৫০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। স্ট্র্যাটোস্ফিয়ারের নিম্নতম অংশে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার কোনাে তারতম্য ঘটে না। এই অঞ্চল বায়ুপ্রবাহহীন। ঝড়, বৃষ্টি প্রভৃতি কোনাে দুর্যোগ এখানে দেখা যায় না। তাই এই শান্ত বায়ুমণ্ডলটির মধ্য দিয়ে জেট বিমান যাতায়াত করে।
নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরের এলাকাটি উচ্চ স্ট্রাটোস্ফিয়ার নামে পরিচিত। আনুমানিক ২০ কিমি উচ্চতার পর থেকেই উচ্চ স্ট্র্যাটোস্ফিয়ারের শুরু। উচ্চ স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে টজ স্ট্যাটাশিয়াবে ৫°সে)।
Leave a reply
You must login or register to add a new comment .