কোনাে উপাদান সমবায়ে অন্য উপাদান অপরিবর্তনীয় রেখে কোনাে একটি উপাদান নিয়ােগের পরিমাণ যদি ক্রমাগত বাড়ানাে হয় তাহলে মােট উৎপাদন প্রথম দিকে বাড়ে ক্রমবর্ধমান হারে এবং গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনও বাড়ে। কিন্তু এরপরও যদি ঐ পরিবর্তনীয় উপাদান নিয়ােগের পরিমাণ বাড়ানাে হয় তাহলে মােট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় এবং গড় ও প্রান্তিক উৎপাদনও ধীরে ধীরে কমতে থাকে। এটাই পরিবর্তনীয়। অনুপাতের নিয়ম বা ক্রমহ্রাসমান উৎপাদন বিধি।
পরিবর্তনীয় অনুপাতের নিয়মের ভিত্তি হলাে—
1. প্রযুক্তি ও কলাকৌশল অপরিবর্তিত আছে।
2. উৎপাদনের অন্য উপাদান স্থির, একটি মাত্র উপাদান পরিবর্তনশীল।
3. আনুপাতিক হারে সব উপাদান নিয়ােগের মাত্রা বাড়ালে এই নিয়ম খাটে না।
রেখাচিত্রের সাহায্যে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি ব্যাখ্যা করা হলাে
রেখাচিত্রে y অক্ষে মােট উৎপাদন (TP) , গড় উৎপাদন (AP) ও প্রান্তিক উৎপাদন (MP) এবং X অক্ষে পরিবর্তনশীল উপাদান (শ্রম) পরিমাপ করা হয়েছে। উৎপাদনের প্রথম স্তরে মােট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে, এই স্তরে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন রেখাও উর্ধ্বগামী হয়। চিত্রে S বিন্দুতে TP -এর বৃদ্ধির হার সবচেয়ে বেশি বলে MP ও T বিন্দুতে সবচেয়ে বেশি। অবশ্য এই স্তরে MP -এর বৃদ্ধি AP-এর তুলনায় বেশি। উৎপাদনের দ্বিতীয় স্তরে TP রেখা M স্তরে পৌঁছানাের পর নিম্নগামী হয়। এখানে TP কমতে শুরু করেছে। এই স্তরে দেখা যাচ্ছে P থেকে M বিন্দুতে না আসা পর্যন্ত TP ক্রমহ্রাসমান হারে বেড়েছে এবং AP ও MP কমতে শুরু করেছে। অন্যদিকে, তৃতীয় স্তরে TP যেখানে সবচেয়ে বেশি সেখানে MP রেখা X অক্ষকে L, বিন্দুতে ছেদ করেছে ও নিম্নগামী হয়েছে। এখানে প্রান্তিক উৎপাদন (MP) শূন্য। আবার L, -এর পর MP ঋণাত্মক হয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .