বৃহদায়তন উৎপাদন ব্যবস্থায় উৎপাদন বৃদ্ধি পেলে ফার্মের গড় ব্যয় বা একক পিছু উৎপাদন ব্যয় কমতে থাকে। তবু আয়তন বা উৎপাদন বৃদ্ধির একটি সীমা আছে। এই সীমা ছাপিয়ে যদি উৎপাদন বাড়ানাে হয় তাহলে উৎপাদনের ক্ষেত্রে সুবিধার চেয়ে অসুবিধা বাড়তে থাকে। তখন একক পিছু উৎপাদন ব্যয় বাড়তে থাকে। বৃহদায়তন ফার্মের ব্যয়বৃদ্ধিজনিত অসুবিধাগুলি নীচে আলােচনা করা হলাে –
বৃহদায়তন ফার্মের ব্যয়বৃদ্ধিজনিত অসুবিধা
বাজারগত ব্যয়বাহুল্য
ফার্মের আয়তন বৃদ্ধি পেলে উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ বা বাজারে চাহিদা থাকাও জরুরি। বাজারের দূরত্ব উৎপাদনস্থল থেকে অনেক বেশি হলে বা বিক্ষিপ্তভাবে বাজার গড়ে উঠলে পণ্য পরিবহণের খরচ বেশি হয়। পূর্ণ প্রতিযােগিতামূলক বাজার বা বাজারে অনেক প্রতিযােগী থাকলে বিজ্ঞাপন ব্যয় বাড়াতে হয়।
উপাদানগত ব্যয়বাহুল্য
ফার্মের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে উৎপাদনের উপকরণও বেশি পরিমাণে দরকার হয়। উপকরণের জোগান পর্যাপ্ত না হলে পণ্য উৎপাদনের খরচ বাড়বে। তখন ফার্মের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে থাকে।
পরিচালনাগত ব্যয়বাহুল্য
বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিচালনগত ঘাটতি দেখা যায়। সুপরিচালনার অভাবে নানা বিভাগের মধ্যে সমন্বয় বা একত্রীকরণের ক্ষেত্রে অভাব লক্ষ করা যায়। কর্মীদের নিয়ন্ত্রণ করে কাজ করিয়ে নেওয়া অপেক্ষাকৃত কঠিন হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে অনেক বেশি পরিচালক বা প্রশাসক নিয়ােগ করলে কোম্পানির ব্যয়বাহুল্য ঘটে।
মূলধন সংগ্রহের ক্ষেত্রে ব্যয়বাহুল্য
ফার্মের আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে মূলধন বিনিয়ােগের পরিমাণও বাড়াতে হয়। ফলে বাজার থেকে বেশি মূলধন সংগ্রহ বা অধিক ঋণ গ্রহণ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মূলধন ও ঋণের জোগান সীমিত। ফলে বেশি ঋণের জন্য বেশি পরিমাণে সুদ দিতে হয় কিংবা নিজেদের বেশি বিনিয়ােগ করতে হয়। এভাবে ফার্মের উৎপাদন ব্যয়ের বাহুল্য ঘটে।
Leave a reply
You must login or register to add a new comment .