মাত্রাবৃদ্ধির প্রতিদান এর নিয়ম
১) উৎপাদনের উপকরণগুলির পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণে যে হারে পরিবর্তন ঘটে তাকেই উৎপাদনের মাত্রাজনিত প্রতিদানের বিধি বলা হয়।
২) এই বিধিটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে প্রযােজ্য।
৩) দীর্ঘকালে উৎপাদনের উপকরণগুলি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি করলে প্রথম পর্যায়ে উৎপাদনের ক্রমবর্ধমান মাত্রাজনিত প্রতিদান লক্ষ করা যায়। দ্বিতীয় পর্যায়ে উপকরণগুলির বৃদ্ধির হার এবং উৎপাদন বৃদ্ধির হার সমান হয়ে থাকে। অর্থাৎ সমহার মাত্রাজনিত প্রতিদান সৃষ্টি হয়। এর পর উৎপাদন বৃদ্ধির হার ক্রমহ্রাসমান হয়। অর্থাৎ ক্রমহ্রাসমান মাত্রাজনিত প্রতিদান সৃষ্টি হয়ে থাকে।
৪) এই বিধিটি কার্যকরী হওয়ার পিছনে মূল কারণ হলাে—প্রথম পর্যায়ে উৎপাদন প্রতিষ্ঠানের নানারূপ অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয়সংক্ষেপের সুবিধা। কিন্তু উৎপাদনের মাত্রা অত্যন্ত বেশি হলে পরবর্তী সময়ে ব্যয়বৃদ্ধিজনিত অসুবিধা সৃষ্টি হয়।
Leave a reply
You must login or register to add a new comment .