আঁধি কী
গ্রীষ্মকালে রাজস্থানের মরুভূমি অঞলে যে প্রবল ধূলিঝড়ের সৃষ্টি হয়, তাকে স্থানীয় ভাষায় আঁধি বলে। আঁধির গতিবেগ ঘণ্টায় প্রায় 50 থেকে 60 কিলােমিটার। এই ঝড়ে মেঘের সার ঘটে না বলে, এই ঝড়ের প্রভাবে বৃষ্টি হয় না, শুধুই ধুলাে ওড়ে। এই ঝড়ের প্রভাবে বৃষ্টি না হলেও উয়তা কিছুটা কমে।
Read More
Comment ( 1 )
Please to stop giving nonsense ads. It’s disturbing us.