নগর নির্মাণশৈলীর মতাে সিন্ধুসভ্যতার নগরগুলির রাস্তাঘাট নির্মাণও ছিল চিত্তাকর্ষক। নগরগুলির উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমে বিস্তৃত রাজপথ দুটি ছিল সােজা ও দশমিটার চওড়া। ফলে সমগ্ৰ নগর কয়েকটি অংশে বিভক্ত ছিল। ছােটো ছােটো সরু গলিপথ নগরের বিভিন্ন অংশগুলি থেকে রাজপথে এসে মিলিত হত। সিটাডেল’ বা দুর্গ নগরের ক্ষেত্রে প্রধান রাস্তা ছিল ছয় মিটার চওড়া। রাস্তার ধারে নদৰ্মা লক্ষ করা যায়।
নর্দমাগুলির মাঝে মাঝে একমানুষ উচু কূপ লক্ষ করা যায়, যেগুলিতে অস্থায়ীরূপে বর্জ্য জল ধরে রাখা হত। রাস্তাগুলিতে কোনাে অবস্থাতেই কোনাে নির্মাণ কার্য করতে দেওয়া হত না।
Leave a reply
You must login or register to add a new comment .