Studymamu এর Current Affairs (ক্যারেন্ট অ্যাফেয়ার্স) বিভাগে আপনাকে স্বাগতম। Current Affairs GK in Bengali WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যারেন্ট অ্যাফেয়ার্স জিকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Current Affairs in Bengali
( ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.01. সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো ইউরােপীয় ইউনিয়নকাউন্সিলের সভাপতিত্ব গ্রহণ করেছে?
Which country has recently assumed the presidency of the European Union Council for the first time?
a. রাশিয়া/Russia
b. ব্রাজিল/Brazil
c. ফ্রান্স/France
d. এর কোনটিই নয/None of these
European Union
প্রতিষ্ঠিত:1 নভেম্বর 1993, সদর দপ্তর: ব্রাসেলস (বেলজিয়াম)
মুদ্রা: ইউরো , CFP ফ্রাঙ্ক, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, রাজধানী প্যারিস
Q.02. সম্প্রতি কোন শহরে জল মেট্রো প্রকল্পের জন্য প্রথম বৈদ্যুতিক নৌকা নির্মাণ করা হয়েছে?
Recently in which city the first electric boat build for the Water Metro Project has been made?
a. কোচি/Kochi
b. বিশাখাপত্তনম/Visakhapatnam
c. বারাণসী/Baranasi
d. এর কোনটিই নয়/None of these
0.03. সম্প্রতি ওয়াটার ট্যাক্সি পরিষেবা কোথায় শুরু করা হবে?
Where will the water taxi service start?
a. কোচিIKochi
b. গোয়া/Goa
c. মুম্বাই/Mumbai
d. এর কোনটিই নয়/None of these
Q.04. সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী আবদুল্লা হামদোক পদত্যাগের ঘোষণা করেছেন?
Which country’s Prime Minister Abdalla Hamdok has announced resignation?
a. কনগো/Congo
b. সুদান/Sudan
c. মরোক্কো/Morocco
d. এব কোনটিই নয়/None of these
রাজধানী: খার্তুম,মুদ্রা: সুদানের পাউন্ড
Q.05. সম্প্রতি স্টারলিংক ইন্ডিয়ার প্রধান পদত্যাগ করেছেন তার নাম কী?
The head of Starlink India resigned what is his name?
a. এস বালাচন্দর/S Balachander
b. সঞ্জয় ভার্গবা/Sanjay Bhargava
c. বিনীত গোয়েল/ineet Goyal
d. এর কোনটিই নয়/None of these
Q.06. সম্প্রতি RBI-এর নতুন নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে?
Who has been appointed as the new Executive Director of RBI?
a. দীপক কুমার/Deepak Kumar
b. অজয় কুমার চৌধুরী/Ajay Kumar Choudhary
c. বিনোদ কান্নন/Minod Kannan
d. এর কোনটিই নয়/None of these
Reserve Bank of India
সদর দপ্তর: মুম্বাই, প্রতিষ্ঠিত:1 এপ্রিল 1935(কলকাতা), গভর্নর: শক্তিকান্ত দাস
Q.07. সম্প্রতি কোথায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দবের নতুন টার্মিনাল উদ্বোধন কবেছেন প্রধানমন্ত্রী মোদী?
Where has Prime Minister Modi inaugurated the new terminal of Maharaja Bir Bikram Airport?
a. পাঞ্জাব/Punjab
b. নাগাল্যান্ড/Nagaland
c. ত্রিপুরা/Tripura
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: আগরতলা, মুখ্যমন্ত্রী: বিপ্লব কুমার দেব, রাজ্যপাল: সত্যদেব নারায়ণ আর্য
Q.08 সম্প্রতি গঞ্জাম জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে এটি কোন রাজ্যেব?
Ganjam district of which state has now been declared child marriage free?
a. বিহার/Bihar
b. ওডিশা/Odisha
c. ঝাড়খন্ড/Jharkhand
d. এর কোনটিই নয়/None of these
Q.09. সম্প্রতি ভারতীয় বংশােদ্ভূত প্রথম মহিলা কে যিনি দক্ষিণ মেরুতে একক ভ্রমণ করেছেন?
Who has become the first woman of Indian origin to travel solo to the South Pole?
a. হরীপ্রিত চান্দি/Harpreet Chandi
b. নিশি বাসুদেব/Nishi Vasudeva
c. আলকা মাহেশ্বরী।Alka Maheshwari
d. এর কোনটিই নয়/None of these
Q.10. সম্প্রতি ফটো জার্নালিজমে রামনাথ গােযেঙ্কা পুরষ্কার কে জিতেছেন?
Who has won the Ramnath Goenka Award in Photojournalism?
a. পঙ্কজ শর্মা/Pankaj Sharma
b. জিশান এ লতিফ/Zishaan A Latin
c. বিনােদ কান্নন/Vinod Kannan
d. এর কোনটিই নয়/None of these
Leave a reply
You must login or register to add a new comment .