Studymamu এর Current Affairs (ক্যারেন্ট অ্যাফেয়ার্স) বিভাগে আপনাকে স্বাগতম। Current Affairs GK in Bengali WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যারেন্ট অ্যাফেয়ার্স জিকে যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Current Affairs in Bengali
( ক্যারেন্ট অ্যাফেয়ার্স )
Q.01. সম্প্রতি এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেডে-এর CEO হিসাবে কাকে নিয়ােগ করা হয়েছে?
Who has been appointed as the CEO of Energy Efficiency Services Limited?
a. কমলেশ গান্ধী/Kamlesh Gandhi
b. উমেশ রেভাঙ্কর/Umesh Revankar
c. রাধিকা ঝা/Radhika Jha
d. এর কোনটিই নয়/None of these
Energy Efficiency Services Limited
সদর দপ্তর: নয়াদিল্লি , প্রতিষ্ঠিত: 2009, চেয়ারম্যান : অরুণ কুমার মিত্র
Q.02. সম্প্রতি IPS অফিসার ভায়ােলেট বড়ুয়া কোন রাজ্যের প্রথম মহিলা পুলিশ মহাপরিদর্শক হয়েছেন?
Recently IPS officer Violet Baruah has become the first woman Inspector General of Police of which state?
a.ওড়িশা/Odisha
b. আসাম/Assam
c. মহারাষ্ট্র/Maharashtra
d. এর কোনটিই নয়/None of these
বাজধানী: দিসপুর, মুখ্যমন্ত্রী: হিমন্ত বিশ্ব শৰ্মা, গভর্নর : জগদীশ মুখী
Q.03. সম্প্রতি Paytm Payment Bank ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফার সক্ষম করতে কার সাথে একটি চুক্তি করেছে?
Recently Paytm Payment Bank has entered into an agreement with whom to enable International fund transfer?
a. Western Union
b. PayPal
c. MoneyGram’s
d. এর কোনটিই নয়/None of these
Paytm
প্রতিষ্ঠিত: আগস্ট 2010, সদর দপ্তব: নয়ডা (UP), প্রতিষ্ঠাতা: বিজয় শেখর শর্মা, Parent organization: One97 Communications
Q.04. সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন রাজ্য থেকে AFSPA অপসারণের জন্য একটি প্যানেল গঠন কবেছে?
The central government has recently constituted a panel to remove AFSPA from which state?
a. নাগাল্যান্ড/Nagaland
b. ত্রিপুরা/Tripura
c. মিজোরাম/Mizoram
d. এব কোনটিই নয/None of these
বাজধানী: কোহিমা, মুখ্যমন্ত্রী: নেইফিউ বিও, গভর্নব: জগদীশ মুখী(Additional Charge), AFSPA : Armed Forces (Special Powers) Act
Q.05. সম্প্রতি কোন দেশ INMARSAT-6 F1 যােগাযােগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে?
Which country has launched the INMARSAT-6 F1 communication satellite?
a. বাশিয়া/Russia
b, চীন/China
c. জাপান/Japan
d. এর কোনটিই নয়/None of these
রাজধানী: টোকিও, মুদ্রা: জাপানি ইয়েন, প্রধানমন্ত্রী: ফুমিও কিশিদা
Q.06. সম্প্রতি দ্য মােদী গ্যান্বিট: ডিকোডিং মােদী 2.0 নামক বইটি লিখেছেন?
Who has written a new book titled The Modi Gambit: Decoding Modi 2.0?
a. শান্তনু গুপ্ত/shantanu Gupta
b. সঞ্জু ভার্মা।Sanju Verma
c. ডাঃ ইমতিয়াজ মুলিমান/Dr Imtiaz Sooliman
d, এর কোনটিই নয/None of these
Q.07. সম্প্রতি সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ (CEBR) অনুসারে ভারতীয় অর্থনীতি কখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।
According to the Centre for Economics and Business Research (CEBR) by when will Indian economy became the third largest economy in the world?
a. 2025
b. 2031
c.2022
d. এর কোনটিই নয়/None of these
Q.08. সম্প্রতি গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন সিটিজেন অ্যাওয়ার্ড 2021 কে জিতেছেন?
Who has won the Global Environment and Climate Action Citizen Award 2021?
a. অনুকবেতি উপাধ্যায়/Anukrti Upadhyay
b. ভিবর দেশাই/Viral Desal
c. ডাঃ ইমতিয়াজ মুলিমান/Dr Imtiaz Sooliman
d. এর কোনটিই নয়/None of these
Q.09. সম্প্রতি কোন দেশ ভারত থেকে হাঁস-মুরগি আমদানির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে?
Which country has lifted the ban on the import of poultry from India?
a. চীন/China
b. সংযুক্ত আরব আমিরাত/UAE
c. আমেরিকা/USA
d, এব কোনটিই নয়/None of these
রাজধানী: আবু ধাবি, মুদ্রা: UAE দিরহাম, রাষ্ট্রপতি: খলিফা বিন জায়েদ আল নেহিয়ান
Q.10. সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা প্রযুক্তি ও পরীক্ষা কেন্দ্র এবং ব্রাহ্মোস উৎপাদন কেন্দ্রের জন্য কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন কবেছেন?
Where has Defence Minister Rajnath Singh Foundation Laid For Defence Technology And Test Centre and BrahMos Manufacturing Centre recently?
a. লখনউ/Lucknow
b. CTT1/Pokhran
c. চান্দিপুর/Chandipur
d. এর কোনটিই নয়/None of these
Leave a reply
You must login or register to add a new comment .