Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Geography GK in Bengali (ভূগোল সাধারণ জ্ঞান) WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি কেমিস্ট্রি জিকে সেট যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Geography General Knowledge
Geography GK in Bengali SET 1
1. ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল?
A. করিনিথয়ান খাল
B. গ্র্যান্ডখাল
C. পানামা খাল
D. সুয়েজ খাল
2. আলমাত্তি (Almatti) বাঁধ কোথায় অবস্থিত?
A. হিমাচল প্রদেশ
B. উত্তরাখণ্ড
C. কর্ণাটক
D. তামিলনাড়ু
3. হাম্পি কোন নদীর তীরে অবস্থিত?
A. কৃষ্ণা
B. কাবেরী
C. তুঙ্গভদ্রা
D. গোদাবরী
4. নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয়?
A. চাল
B. ভুট্টা
C. তুলা
D. যব
5. কাকোলাস জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?
A. বিহার
B. উত্তর প্রদেশ
C. হিমাচল প্রদেশ
D. উত্তরাখণ্ড
6. নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময়(IST) সূচিত করে?
A. 85.5° পূর্ব
B. 86.5°পূর্ব
C. 84.5°পূর্ব
D. 82.5°পূর্ব
7. নাগার্জুনসাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
A. কৃষ্ণা
B. চম্বল
C. কোশি
D. শতদ্রু
8. আলোকবর্ষ হল –
A. সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব
B. আলোর একবছরে অতিক্রম দূরত্ব
C. পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব
D. কোনোটিই নয়
9. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হল
A. সুপিরিয়র হ্রদ
B. ভিক্টোরিয়া হ্রদ
C. কাস্পিয়ান সাগর
D. কোনোটিই নয়
10. নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ?
A. টিটিকাকা হ্রদ
B. বৈকাল হ্রদ
C. চিলকা হ্রদ
D. সুপিরিয়র হ্রদ
11. উপকেন্দ্র এর সঙ্গে জড়িত ?
A. ভূমিকম্প
B. ভঙ্গিলতা
C. পৃথিবীর অভ্যন্তরভাগ
D. চ্যুতি
12. পৃথিবীর আকৃতি বৃত্তাকার হলেও কোথাও কোথাও চ্যাপ্টা। এই চ্যাপ্টা অঞ্চল হল –
A. বিষুব অঞ্চল
B. ক্রান্তীয় অঞ্চল
C. উত্তর বা দক্ষিণ অঞ্চল
D. মেরু অঞ্চল
13. পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় –
A. ভূমধ্যসাগরীয় অঞ্চল
B. নাতিশীতোষ্ণ অঞ্চল
C. নিরক্ষীয় অঞ্চল
D. ক্রান্তীয় পার্বত্য অঞ্চল
14. কোন রাজ্যের মধ্যে দিয়ে 44 টি পশ্চিমবাহিনী এবং পূর্ববাহিনী প্রভাবিত হয়েছে এবং সেই নদী এবং উপহ্রদের দেশ হিসেবেও খ্যাত?
A. কর্ণাটক
B. হরিয়ানা
C. অরুণাচল প্রদেশ
D. কেরল
15. আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
A. তামিলনাড়ু
B. মধ্যপ্রদেশ
C. কর্ণাটক
D. অন্ধ্রপ্রদেশ
16. কোন নদীর তীরে নিউইয়র্ক অবস্থিত?
A. কলোরাডো
B. হাডসন
C. মিসিসিপি
D. আমাজন
17. এন্নোর বন্দর কোথায় অবস্থিত?
A. তামিলনাডু
B. কর্ণাটক
C. কেরল
D. অন্ধ্রপ্রদেশ
18. ডাউনস এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় –
A. অস্ট্রেলিয়ায়
B. নিউজিল্যান্ডে
C. জাপানে
D. আমেরিকায়
19. ভারতের হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগলিক অবদান কি ?
A. বিদেশি আক্রমণ রোধ করা
B. কাঠের উৎকৃষ্ট উৎস স্থল
C. এটি মৌসুমী বায়ুর উত্তরদিকের প্রবাহকে রোধ করে এবং বহুবর্ষজীবী নদীর উৎস হিসেবে কাজ করে
D. উত্তরের শৈল প্রবাহ থেকে ভারতকে রক্ষা করে
20. পৃথিবীর মেরু ব্যাসার্ধ , নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট?
A. 25 কিমি
B. 80 কিমি
C. 42 কিমি
D. 30 কিমি
21. নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ?
A. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
B. পরিচলন বৃষ্টিপাত
C. সীমান্ত বৃষ্টিপাত
D. কোনোটিই নয়
22. নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী?
A. নীল
B. মিসিসিপি-মিসৌরি
C. আমাজন
D. ইয়াং-সি-কিয়াং
23. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
A. ফ্রান্স
B. ইটালি
C. সুইডেন
D. আমেরিকা
24. ভারতে স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল –
A. সুরাট (গুজরাট)
B. তারাপুর (মহারাষ্ট্র)
C. ট্রম্বে (মহারাষ্ট্র)
D. শোলাপুর (মহারাষ্ট্র)
25. নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ববাহিনী নদী?
A. তাপ্তি
B. মহানদী
C. নর্মদা
D. কোনোটিই নয়
26. ভারতের জলবায়ুর প্রকৃতি হল –
A. ভূমধ্যসাগরীয়
B. ক্রান্তীয় মৌসুমী
C. উপক্রান্তীয়
D. নিরক্ষীয়
27. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
A. অসম
B. পশ্চিমবঙ্গ
C. মধ্যপ্রদেশ
D. মনিপুর
28. ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত?
A. 50%
B. 60%
C. 70%
D. 80%
29. নিয়ত বায়ুপ্রবাহ –
A. ঋতু পরিবর্তনের সঙ্গে তাদের দিক পরিবর্তন করে
B. দিন এবং রাতের তাদের দিক পরিবর্তন করে
C. কখনো দিক পরিবর্তন করে না
D. পাহাড়ের ঢালে প্রবাহিত হয়
30. নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ?
A. বুধ
B. শুক্র
C. মঙ্গল
D. বৃহস্পতি
Leave a reply
You must login or register to add a new comment .