ইক্তা প্রথা বা ইক্তা ব্যবস্থা কি
দিল্লির সুলতানি আমলে প্রাদেশিক শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অঙ্গরূপে ইক্তা ব্যবস্থার সূত্রপাত ঘটে। মধ্য ও পশ্চিম এশিয়ার প্রশাসনিক অঙ্গের অনুকরণে ভারতেও ইক্তা প্রথা প্রবর্তিত হয়। প্রকৃতপক্ষে ইলতুতমিসই প্রথম ইক্তা’ ব্যবস্থার প্রবর্তন করেন।
ইক্তা প্রথা বা ইক্তা ব্যবস্থার উদ্দেশ্য
ভারতে ইক্তা ব্যবস্থার প্রবর্তন ছিল সুলতানি শাসনের প্রতিষ্ঠা ও প্রসারের সঙ্গে গভীরভাবে সংশ্লিষ্ট ইত্তা প্রবর্তনের উদ্দেশ্য ছিল—ভারতে সুলতানি অধিকৃত অঞ্চলগুলির ওপর কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা ও সুলতানির প্রসার ঘটানাে।
সুলতানি আমলে কেন্দ্রীয় সরকারের এলাকাধীন অল দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। এই অঞ্চল সুলতান স্বয়ং শাসন করতেন। সুলতানের খাস জমি বা খালিসা জমি থেকে সুলতান সরকারি কর্মচারীর মাধ্যমে রাজস্ব আদায়ের ব্যবস্থা করেছিলেন। সুলতানি আমলে প্রদেশের সংখ্যা ছিল কুড়ি থেকে পঁচিশের মতাে। প্রথম দিকে সুলতানি সাম্রাজ্য কয়েকটি সামরিক অঞলে বিভক্ত ছিল। এই অঞ্চলগুলি ইক্তা নামে অভিহিত হয়েছিল।
1. ইত্তাদারদের নিয়ােগ
কেন্দ্রীয় সরকারের বাইরের বিস্তীর্ণ অঞ্চলকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা হয়েছিল। প্রদেশের শাসনকর্তা রূপে রাজকীয় পরিবারের অন্তর্ভুক্ত ব্যক্তি, অথবা বিশ্বস্ত উচ্চপদস্থ অভিজাতদের নিযুক্ত করা হতাে।
2. ইত্তাদারদের ক্ষমতা
প্রাদেশিক শাসকরা সুলতানের মতােই ক্ষমতা ভােগ করতেন। কিন্তু তারা সার্বভৌম শাসক ছিলেন না। দিল্লির সুলতানের প্রতি আনুগত্যই তাদের এই পদে নিয়ােগের প্রধান শর্ত হিসেবে বিবেচিত হতাে।
3. ইক্তাদারদের ক্ষমতা
ইক্তা’ আবার দু’ধরনের ছিল – ছােটো ও বড়াে। ছােটো ইক্তাগুলিকে কোনাে প্রশাসনিক দায়দায়িত্ব নিতে হতাে না। শুধু সামরিক দায়িত্ব পালন করে তারা রাজস্ব সংগ্রহ করত। বড়াে ইক্তাগুলিকে কিছু প্রশাসনিক দায়দায়িত্ব পালন করতে হতাে এবং আদায়ীকৃত রাজস্বের উদ্বৃত্ত রাজস্ব কেন্দ্রকে পাঠাতে হতাে।
উপসংহার
সুলতান ইলতুতমিস ইত্তা ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি ইকাদারগণকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও করেছিলেন। ইক্তাপ্রথা বংশানুক্রমিক না হলেও পরবর্তীকালে সুলতান ফিরােজশাহ তুঘলকের শাসনকালে তা বংশানুক্রমিক হয়ে পড়ে। ফলে ইক্তা প্রথার মাধ্যমে ভারতে সামন্ততান্ত্রিক ব্যবস্থা দূরীকরণের যে প্রয়াস প্রথম দিকে সুলতানগণ গ্রহণ করেছিলেন, তা ব্যর্থ হয়ে যায়।
Read More
Leave a reply
You must login or register to add a new comment .