Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
ক্যারেন্ট অ্যাফেয়ার্স
Q.1. সম্প্রতি অল ইন্ডিয়া অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ সাইন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল সেমিনার কোথায় আয়োজিত হয়েছে ?
A. মহারাষ্ট্র
B. অন্ধ্রপ্রদেশ
C. ওডিশা
D. এর কোনোটিই নয়
Q.2. সম্প্রতি ভারত এবং কোন দেশ বিদ্যুৎ খাতে কে Clean Energy Transformation প্রচার এর পরিকল্পনা করেছে ?
A. ব্রিটেন
B. ইরান
C. লেবানন
D. এর কোনোটি নয়
Q.3. সম্প্রতি প্রকাশিত Bloomberg Billionaire Index – এ কে শীর্ষে রয়েছেন ?
A. জেফ বেজোস
B. বার্নাড আর্নল্ট
C. ইলন মাস্ক
D. এর কোনোটিই নয়
Q.4. সম্প্রতি কলকাতায় ‘পোর্ট অপারেশন‘ এর ডিজিটাল মনিটরিং এর জন্য কে MyPort – App চালু করেছে ?
A. সর্বানন্দ সোনোয়াল
B. নীতিন গড়করি
C. রাজনাথ সিং
D. এর কোনোটিই নয়
Q.5. সম্প্রতি UNESCO কোন দেশের জন্য State of the Education Report 2021 চালু করেছে ?
A. অস্ট্রেলিয়া
B. দক্ষিণ কোরিয়া
C. ভারত
D. এর কোনোটিই নয়
Q.6. সম্প্রতি ‘আন্তর্জাতিক কন্যা শিশু দিবস‘ কবে পালিত হয়েছে ?
A. 10 অক্টোবর
B. 11 অক্টোবর
C. 09 অক্টোবর
D. এর কোনোটি নয়
Q.7. সম্প্রতি কোথাকার কন্যাকুমারী লবঙ্গ GI ট্যাগ পেয়েছে ?
A. রাজস্থান
B. তামিলনাডু
C. অন্ধ্রপ্রদেশ
D. এর কোনোটিই নয়
Q.8. সম্প্রতি একদিনের জন্য ভারতের ব্রিটিশ হাইকমিশনার হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
A. সুচেতা সতীশ
B. আদিতি মহেশ্বরী
C. আরতিকা যোশী
D. এর কোনোটিই নয়
Q.9. সম্প্রতি কোয়ার্ড নেশনের (মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া) মহড়া মালবার 2021 এর দ্বিতীয় পর্ব কোন অঞ্চলে অনুষ্ঠিত হবে ?
A. বঙ্গোপসাগর
B. ভারত মহাসাগর
C. প্রশান্ত মহাসাগর
D. এর কোনোটিই নয়
Q.10. সম্প্রতি ডিপ স্পেস অ্যাটমিক ক্লক যা চর্চিত এটি কোন মহাকাশ সংস্থার সাথে সম্পর্কিত ?
A. ISRO
B. NASA
C. Space X
D. এর কোনোটিই নয়
Q.11.সম্প্রতি FICCI ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ বলে অনুমান করেছে ?
A. 8.7%
B. 8.3%
C. 9.1%
D. এর কোনোটিই নয়
Federation of India Chambers of Commerce & industry
প্রতিষ্ঠিত : 1927
সদরদপ্তর : নয়াদিল্লি
মহাসচিব : দিলীপ চেনয়
CEO : সঙ্গীতা রেড্ডি
Q.12. সম্প্রতি কে সম্প্রতি দিল্লি হকি উইকএন্ড লিগ শুরু করেছে ?
A. নরেন্দ্র মোদি
B. অমিত শাহ
C. অনুরাগ ঠাকুর
D. এর কোনোটিই নয়
Read also :-
GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুন
Leave a reply
You must login or register to add a new comment .