Welcome to Studymamu Current Affairs Bengali section. Get Daily Current Affairs in Bengali 2021 for WBPSC, IAS / PCS, Banking, IBPS, SBI, RBI, SSC, Railway , WBP and other competitive exams.
Daily Current Affairs Bengali PDF
ক্যারেন্ট অ্যাফেয়ার্স
Q.1. সম্প্রতি কোন শহরে ভারতের প্রথম স্পোর্টস আরবিট্রেশন সেন্টার উন্মোচন করা হয়েছে ?
A. হায়দ্রাবাদ
B. নয়াদিল্লি
C. আহমদাবাদ
D. এর কোনোটিই নয়
Q.2. সম্প্রতি তেলেঙ্গানা সরকার দ্বারা চালু করা ‘হারা ভারা’ নামক ড্রোন ভিত্তিক বনায়ন প্রকল্পে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
A. রানা দাগ্গুবাতি
B. আল্লু অর্জুন
C. মহেশ বাবু
D. এর কোনোটিই নয়
Q.3. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘Prasanshan Gaon Ke Sang এবং Prasanshan Shahron Ke Sang’ প্রচার অভিযান শুরু করেছেন ?
A. ওডিশা
B. হরিয়ানা
C. রাজস্থান
D. এর কোনোটিই নয়
Q.4. সম্প্রতি প্রয়াত ঘনশ্যাম নামক কে ছিলেন ?
A. প্রণেতা
B. অভিনেতা
C. গায়ক
D. এর কোনোটিই নয়
Q.5. সম্প্রতি বীরেন্দ্র লাগদা অবসর ঘোষণা করেছেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত ছিলেন ?
A. ফুটবল
B. হকি
C. বাস্কেটবল
D. এর কোনোটিই নয়
Q.6. সম্প্রতি আবি আহমেদ কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়েছেন ?
A. সুদান
B. মরক্কো
C. ইথিওপিয়া
D. এর কোনোটিই নয়
Q.7. সম্প্রতি কোন রাজ্যের বিজয়নগর 31তম জেলা হয়েছে ?
A. কেরালা
B. কর্ণাটক
C. উত্তরাখণ্ড
D. এর কোনোটিই নয়
Q.8. সম্প্রতি পালঘর মহারাষ্ট্রের উৎপাদিত কোন চালকে GI ট্যাগ দেওয়া হয়েছে ?
A. কাটার্নি রাইস
B. কোলম রাইস
C. চিন্নর রাইস
D. এর কোনোটিই নয়
Q.9. সম্প্রতি 40তম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন কোথায় হবে ?
A. মুম্বাই
B. নয়াদিল্লি
C. বেঙ্গালুরু
D. এর কোনোটি নয়
Q.10. সম্প্রতি কোন রাজ্যের স্বাধীনতা সংগ্রামী ‘তিরুপ্পুর কুমারন’ এর নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছে ?
A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. তামিলনাডু
D. এর কোনোটিই নয়
Read also :-
GK (General Knowledge) এর এই বিভাগটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞানের এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। বেশিরভাগ প্রার্থী ইন্টারনেটে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসন্ধান করেন। হাজার হাজার GK ওয়েবসাইট আছে কিন্তু এটি সেরা ওয়েবসাইট যেখানে আপনি বিনামূল্যে বাংলা ভাষায় প্রতিযোগিতামূলক পরীক্ষার সকল সাম্প্রতিক বিষয়গুলি খুঁজে পেতে পারেন। তাই বাংলা ভাষায় সর্বশেষ সাম্প্রতিক বিষয়গুলি জানতে আমাদের সাইটে ভিজিট করতে থাকুনDownload PDF
Leave a reply
You must login or register to add a new comment .