Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Geography GK in Bengali (ভূগোল সাধারণ জ্ঞান) WBPSC, SSC, Railways Group D, WBP এর পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্ব পূর্ণ। তাই বন্ধুরা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ভূগোল জিকে সেট যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।
Geography General Knowledge
Q.40. পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি
উত্তরঃ মৌনা লোয়া (হাওয়াই দ্বীপপুঞ্জ)
Q.41. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি
উত্তরঃ ওজোস ডেল স্যালাডো (চিলি)
Q.42. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
উত্তরঃ অ্যাঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা)
Q.43. পৃথিবীর দীর্ঘতম ব্রিজ (জলের ওপর)
উত্তরঃ লেক পন্টচারট্রেন কসওয়ে (মার্কিন যুক্তরাষ্ট্র)
Q.44. পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা
উত্তরঃ আমাজন
Q.45. পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে ব্রিজ
উত্তরঃ দানয়াং-কুনশা গ্র্যান্ড ব্রিজ (চীন)
Q.46. পৃথিবীর দীর্ঘতম রোড ব্রিজ
উত্তরঃ ব্যাং না এক্সপ্রেসওয়ে (ব্যাংকক)
Q.47. পৃথিবীর দীর্ঘতম টানেল (রেলওয়ে)
উত্তরঃ গোটহার্ট বেস টানেল (সুইজারল্যান্ড)
Q.48. পৃথিবীর দীর্ঘতম রেলপথ
উত্তরঃ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ
Q.49. পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ
উত্তরঃ হিরাকুঁদ (ওড়িশা, ভারত)
Q.50. পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর
উত্তরঃ গিজমোডো (বেজিং, চিন)
Q.51. পৃথিবীর দীর্ঘতম টানেল (রোড)
উত্তরঃ লায়েরডাল রোড টানেল (নরওয়ে)
Q.52. পৃথিবীর দীর্ঘতম টানেল (জল সরবরাহ)
উত্তরঃ ডেলওয়ার অ্যাকুইডাক্ট (নিউইয়র্ক)
Leave a reply
You must login or register to add a new comment .