প্রাচীন ভারতের ইতিহাস রচনায় মুদ্রার ভূমিকা অপরিসীম। মুদ্রাগুলি সােনা,রূপা, তামা, সিসা প্রভৃতি ধাতু দিয়ে তৈরি হত এবং এই সব মুদ্রায় সংস্কৃত, ব্ৰায়ী প্রভৃতি শও বিভিন্ন ভাষায় বিভিন্ন লিপি খােদাই করা হত। এই সব মুদ্রা থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়।
প্রথমত, মুদ্রায় খােদাই করা লিপি থেকে রাজার নাম, সময়কাল ও বৈভব, সাম্রাজ্যের সীমা সম্পর্কে জানা যায়।
দ্বিতীয়ত, মুদ্রায় ধাতুর ব্যবহার থেকে তৎকালীন অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়।
তৃতীয়ত, মুদ্রার লিপি ও ছাপ থেকে প্রচলিত ভাষা, ধর্ম, শিল্পরীতি সম্পর্কে জানা যায় (প্রথম চন্দ্র গুপ্তের মুদ্রা)।
চতুর্থত, মুদ্রায় ব্যবহৃত ছবি থেকে রাজাদের ব্যক্তিগত জীবন ও অভিরুচি সম্পর্কে জানা যায় (সমুদ্রগুপ্তের মুদ্রা)। মুদ্রা না থাকলে গ্রিক, শক, কুষাণ বা পার্থেনিয়ানদের ইতিহাস চর্চা সম্ভব হত না।
Leave a reply
You must login or register to add a new comment .