Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

প্রত্নতাত্ত্বিক উপাদান বূপে শিলালিপির গুরুত্ব কী?

প্রাচীন রাজাগণ তাদের শাসনকাল সম্পর্কিত বিভিন্ন বিষয় তামা, লোহা,রুপা, ব্রোঞ্জ, পাথর বা মাটির ফলকে লিখে রাখতেন। এগুলি শিলালিপি নামে পরিচিত। এগুলি থেকে রাজার নাম, বংশাবলি, সময়কাল, সাম্রাজ্য বিস্তার, ধর্মবিশ্বাস, প্রশাসন, ব্যক্তিগত গুণাবলি ও অন্যান্য বিষয়গুলি সম্পর্কে জানা যায়। আবার তৎকালীন সমাজ, রানিজ্য, ভূমিব্যবস্থা সম্পর্কেও শিলালিপিগুলি থেকে জানা যায়। মৌর্যযুগ সম্পর্কে বিস্তাবিতে ভানা যায় সম্রাট অশােকের শিলালিপি ও অনুশাসনগুলি থেকে। শিলালিপিতে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়। পালি, ব্রায়মী, খরােষ্টী, সংস্কৃত, তেলেগু, মালয়ালাম, প্রভৃতি ভাবায় পও্চ প্রধান কয়েকটি শিলালিপি হল সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি’, চালুক্যেরাজ নকেশীর ‘আইহােল প্রশস্তি’, কলিগরাজ খারবেলের ‘হাতিগুম্ফা গুহালেখ’, গৌতমীপুত্র সাতকণীর ‘নাসিক প্রশক্তি’, শশাষ্কের ‘গঞ্জাম লিপি’, শকক্ষত্রাপ বুদ্রদামনের জুনাগড় প্রশস্তি প্রভৃতি। প্রাচীন ভারতের ইতিহাস চর্চায় শিলালিপির গুরুত্ব স্বীকার করে I ঐতৈহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন – “Inscriptions, have proved a source of the highest value for re-construction of the political history of ancient India”.

Leave a reply