১৮২২ খ্রিঃ গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম ভারত মধ্যে ভারতের কিছু অংশে মহলওয়ারি বন্দোবস্তের প্রবর্তন ঘটে। হল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদন মেনে কোম্পানীসপ্তম। আইন জারির মাধ্যমে এই ভূমি বন্দোবস্তের প্রবর্তন করে। মহলওয়ারি ব্যবস্থার উদ্দেশ্য ছিল সরকারের ভবিষ্যতের রাজস্ব পরিমাণ বৃদ্ধি এবং মধ্যস্বত্বভােগীর বিলুপ্তি।
মহলওয়ারি বন্দোবস্তের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
প্রথমতঃ জমি জরিপ করে প্রতিটি মহল বা গ্রামের ওপর রাজস্ব নির্ধারিত হয়।
দ্বিতীয়তঃ গ্রামের ওপর ধার্য রাজস্ব গ্রামবাসীদের মিলিতভাবে দিতে হত।
তৃতীয়তঃ গ্রামবাসীরা তাদের নির্দিষ্ট রাজস্ব গ্রাম প্রধানের মারফত সরকারের কাছে জমা দিত।
চতুর্থতঃ জমির উৎপাদিকা শক্তির হার অনুসারে ভূমি রাজস্বের হার নির্ধারিত হত।
পঞ্চমতঃ রায়ত ও সরকারের মাঝে কোনাে মধ্যস্বত্বভােগীর অবস্থান ছিল না। ষষ্ঠত প্রতিটি মহল বা মৌজার সঙ্গে ২০ থেকে ৩০ বছরের জন্য ভূমি বন্দোবস্ত
সপ্তমতঃ মহলওয়ারি ব্যবস্থায় জমিদার শ্রেণির অস্তিত্ব না থাকার ফলে জমিদার, গােমস্তা, নায়েব প্রমুখের শােষণ ও অত্যাচার থেকে রায়তশ্রেণি মুক্ত ছিল।
অষ্টমত ঃ রাজস্বের হার অত্যন্ত চড়া ছিল এবং প্রাকৃতিক দুর্যোগেও রাজস্ব হ্রাস করা হত।
পরিশেষে বলা যায়, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক ৯নং রেগুলেশন (১৮৩৩) চালু করে এই ব্যবস্থাকে আরাে সম্প্রসারিত করে।
Leave a reply
You must login or register to add a new comment .