-: ভারতীয় ইতিহাসে হিমালয়ের প্রভাব :-
ভারতের ইতিহাসে হিমালয়ের গুরুত্ব অপরিসীম।
প্রথমত, হিমালয় উত্তর ও মধ্য এশিয়ার প্রচণ্ড শীতল বায়ুকে রােধ করে ভারতকে শৈত্য প্রবাহের হাত থেকে রক্ষা করেছে।
দ্বিতীয়ত, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়ে বাধা পেয়ে ভারতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, তা যেমন ভারতকে শস্যশ্যামলা করে তুলেছে তেমনি জলবায়ুকে করেছে নাতিশীতােষ্য।
তৃতীয়ত, হিমালয় মধ্য এশিয়ার দুর্ধর্ষ যাযাবর জাতিগুলিকে আক্রমণে বাধা দিয়ে ভারতীয় সভ্যতাকে স্থিতিশীল করে তুলেছে।
চতুর্থত, হিমালয় পর্বতের গিরিখাতগুলি আর্য, শক,অনেক উন্নত হয়েছে। পঞমত, বােলান, খাইবার, গােমাল প্রভৃতি গিরিখাতগুলি ব্যাবসাবাণিজ্যের পথরূপে ব্যবহৃত হয়ে ভারতীয় অর্থনীতিকে শক্তিশালী করে তােলে। ষষ্ঠত, হিমালয়ের তুষারগলা জলে ভারতীয় নদীগুলি সৃষ্টি হওয়ায় শস্য উৎপাদন ও অভ্যন্তরীণ ব্যাবসাবাণিজ্যের ধারাকে গতিশীল করেছে।
এই সমস্ত কারণগুলির জন্য ড. কে. এম. পানির তার ‘A survey of Indian History’ গ্রন্থে ভারতকে হিমালয়ের দান’ রূপে উল্লেখ করেছেন।
Leave a reply
You must login or register to add a new comment .