Studymamu এর GK Bengali (জি. কে. বাংলা) বিভাগে আপনাকে স্বাগতম। Chemistry GK in Bengali (সাধারণ জ্ঞান), সাধারণ অধ্যয়ন, কারেন্ট অ্যাফেয়ার্স এবং WBPSC, SSC, Railways Group D, WBP এর প্রস্তুতির জন্য ভারতের Independent Learning WEBSITE.
Chemistry General Knowledge
Chemistry GK in Bengali SET 1
Q.1. সমান ভরসংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণু গুলিকে বলে পরস্পরের ?
A. আইসোটোন
B. আইসোটোপ
C. আইসোবার
D. আইসোমার
Q.2. সমান নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্কের পরমাণুগুলি পরস্পরের –
A. আইসোবার
B. আইসোটোপ
C. আইসোটোন
D. আইসোমার
Q.3. দুই ভর সংখ্যাবিশিষ্ট হাইড্রোজেনকে কি বলে ?
A. সাধারণ হাইড্রোজেন
B. প্রোটিয়াম
C. ডয়টেরিয়াম
D. ট্রিটিয়াম
Q.4. তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে ?
A. প্রোটিয়াম
B. ডয়টেরিয়াম
C. ভারী হাইড্রোজেন
D. ট্রিটিয়াম
Q.5. অ্যাভোগাড্রো সংখ্যার মান হলো –
A. 1.6 \times 10^{-19}
B. 9.11 \times 10^{-28}
C. 6.022 \times 10^{23}
D. 1.602 \times 10^{-23}
Q.6. কলকারখানার বয়লারে যে জল ব্যবহৃত হয় তা হল –
A. খর জল
B. মৃদু জল
C. বিশুদ্ধ জল
D. পাতিত জল
Q.7. পরমাণুর নিউক্লিয়াস কি নিয়ে গঠিত ?
A. প্রোটন ও ইলেকট্রন
B. শুধুমাত্র প্রোটন
C. প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন
D. প্রোটন ও নিউট্রন
Q.8. যে ধাতু উড়োজাহাজ তৈরি করতে ব্যবহৃত হয় ?
A. ক্রোমিয়াম
B. প্যালাডিয়াম
C. টাইটেনিয়াম
D. এর কোনোটিই নয়
Q.9. খনিজ ও শিলাতে সর্বাধিক পরিমাণে থাকে –
A. অ্যালুমিনিয়াম
B. অক্সিজেন
C. হাইড্রোজেন
D. সিলিকন
Q.10. কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে –
A. অক্সিজেন
B. কার্বন ডাই অক্সাইড
C. ওজোন
D. হিলিয়াম
Leave a reply
You must login or register to add a new comment .