অনেকসময় কাচের ফাটলে আলো পড়লে, সেই স্থান বিভিন্ন অবস্থান থেকে চক্‌চকে দেখায় কেন?

Question

Answer ( 1 )

    4
    2023-12-09T20:02:43+05:30

    ফাটলের ফলে কাচের মধ্যে অণুগুলির আপেক্ষিক সরণ ঘটে এবং অণুগুলির মাঝে বায়ু প্রবেশ করে। ফলে আলোকরশ্মি ফাটা জায়গায় বিভিন্ন কোণে গিয়ে আপতিত হয়। বায়ু কাচ অপেক্ষা লঘুতর, ফলে যে-রশ্মিগুলি ফাটলের বিভিন্ন তলগুলিতে কাচ ও বায়ুর সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হয়, সেই রশ্মিগুলির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে ও তা কাচে ভেদ করে অপর পার্শ্বে চলে যেতে পারে না, দর্শকের চোখে ফিরে আসে। ফলে বিভিন্ন অবস্থান থেকে কাচের ফাটল চকচকে দেখায়।

    Best answer

Leave an answer