পরিবেশ সম্পর্কিত ক্ষেত্রে এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি কী কাজ করে?

Question

Answer ( 1 )

    0
    2023-12-09T19:57:11+05:30

    ১৯৭০ সালে মার্কিন সরকার জল, বায়ু, তেজস্ক্রিয় বিকিরণ, কঠিন বর্জ্য, কীটনাশক ও শব্দদূষণের হাত থেকে পরিবেশকে রক্ষার জন্য এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (EPA) নামক এই সংস্থাটি গড়ে তোলেন। সংস্থাটির পুরো নাম দ্য ইউনাইটেড স্টেট্স এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (USEPA)। প্রতিষ্ঠা দিবস ২ ডিসেম্বর, ১৯৭০। তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন (Richard Nixon)-এর প্রশাসনিক আদেশ বলে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এটির মুখ্য কার্যালয় ওয়াশিংটন শহরে অবস্থিত। এছাড়া সংস্থাটির দশটি আঞ্চলিক অফিস এবং একাধিক গবেষণাগার আছে।

    Best answer

Leave an answer