১৯৬৮ সালে UNESCO-র আন্তর্জাতিক জীবমন্ডল সংক্রান্ত অধিবেশনে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম (MAB) নামক সংস্থাটি গড়ে তোলার দ্ধান্ত নেওয়া হয়। ১৯৭১ সালে এই প্রকল্প বাস্তবায়িত হয়। মূলত ১৪টি পরিবেশ সংক্রান্ত বিষয়ের ওপর এই আন্তর্জাতিক সংস্থাটি কাজ করে, এদের মধ্যে প্রধান হল –
(ক) বনভূমি ও মরু অঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও প্রভাবের ওপর সমীক্ষা করা, (খ) জলাভূমি, হ্রদ, উপকূল ও মোহনা অঞ্চলে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও প্রভাবের ওপর সমীক্ষা করা, (গ) পার্বত্য এলাকায় মানুষের কাজের প্রভাব পর্যালোচনার জন্য সমীক্ষা করা, (ঘ) পরিবেশের ওপর রাসায়নিক সার ও কীটনাশকের প্রভাব বিষয়ে গবেষণা করা, (ঙ) বন্যপ্রাণী সংরক্ষণ।
Answer ( 1 )
১৯৬৮ সালে UNESCO-র আন্তর্জাতিক জীবমন্ডল সংক্রান্ত অধিবেশনে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম (MAB) নামক সংস্থাটি গড়ে তোলার দ্ধান্ত নেওয়া হয়। ১৯৭১ সালে এই প্রকল্প বাস্তবায়িত হয়। মূলত ১৪টি পরিবেশ সংক্রান্ত বিষয়ের ওপর এই আন্তর্জাতিক সংস্থাটি কাজ করে, এদের মধ্যে প্রধান হল –
(ক) বনভূমি ও মরু অঞ্চলে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ ও প্রভাবের ওপর সমীক্ষা করা, (খ) জলাভূমি, হ্রদ, উপকূল ও মোহনা অঞ্চলে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও প্রভাবের ওপর সমীক্ষা করা, (গ) পার্বত্য এলাকায় মানুষের কাজের প্রভাব পর্যালোচনার জন্য সমীক্ষা করা, (ঘ) পরিবেশের ওপর রাসায়নিক সার ও কীটনাশকের প্রভাব বিষয়ে গবেষণা করা, (ঙ) বন্যপ্রাণী সংরক্ষণ।