প্রতিসরণের সূত্রগুলি লেখো।

Question

Answer ( 1 )

    0
    2023-12-09T19:39:08+05:30

    প্রতিসরণের সূত্রগুলি হল –

    1. আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে।

    2. দুটি নির্দিষ্ট মাধ্যমে এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন (sine) ও প্রতিসরণ কোণের সাইন (sine)-এর অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এটি স্নেলের সূত্র নামে পরিচিত।

    Best answer

Leave an answer