আইন রচনার বিষয়ে রাজ্যের তুলনায় কেন্দ্রের প্রাধান্য রয়েছে এমন দুটি উদাহরণ হল—[i] দেশে জরুরি অবস্থা থাকলে, রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি থাকলে, আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্ত পালনের প্রয়ােজন থাকলে, দুই বা ততােধিক রাজ্যের আইনসভার অনুরােধ করলে, সংশ্লিষ্ট রাজ্য-তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইনসভা আইন পাস করতে পারে। [ii] যুগ্ম-তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য-আইনসভার আইনের বিরােধ বাধলে কেন্দ্রীয় আইন কার্যকর হয়।
Answer ( 1 )
আইন রচনার বিষয়ে রাজ্যের তুলনায় কেন্দ্রের প্রাধান্য রয়েছে এমন দুটি উদাহরণ হল—[i] দেশে জরুরি অবস্থা থাকলে, রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি থাকলে, আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্ত পালনের প্রয়ােজন থাকলে, দুই বা ততােধিক রাজ্যের আইনসভার অনুরােধ করলে, সংশ্লিষ্ট রাজ্য-তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় আইনসভা আইন পাস করতে পারে। [ii] যুগ্ম-তালিকাভুক্ত বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য-আইনসভার আইনের বিরােধ বাধলে কেন্দ্রীয় আইন কার্যকর হয়।