আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমদ খান ভারতে দ্বিজাতিতত্ত্বের ধারণা ছড়িয়ে দিয়ে বলেন—হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, যাদের একত্রে সহাবস্থান সম্ভব নয়। ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লিগ লাহাের অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক পাকিস্তানের দাবি জানায়, যা লাহাের প্রস্তাব নামে পরিচিত।
Answer ( 1 )
আলিগড় আন্দোলনের নেতা স্যার সৈয়দ আহমদ খান ভারতে দ্বিজাতিতত্ত্বের ধারণা ছড়িয়ে দিয়ে বলেন—হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি, যাদের একত্রে সহাবস্থান সম্ভব নয়। ১৯৪০ খ্রিস্টাব্দে মুসলিম লিগ লাহাের অধিবেশনে মুসলিমদের জন্য পৃথক পাকিস্তানের দাবি জানায়, যা লাহাের প্রস্তাব নামে পরিচিত।