কারা, কেন আরব লিগ গঠন করে?

Question

Answer ( 1 )

    0
    2023-08-27T11:50:34+05:30

    লেবানন, সিরিয়া, ইরাক, ট্রান্সজর্ডন, সৌদি আরব, ইয়েমেন ও মিশর এই সাতটি আরব রাষ্ট্র ১৯৪৫ খ্রিস্টাব্দে মিশরের রাজধানী কায়রােতে একত্রিত হয়ে আরব লিগ গঠন করে। লিগের দাবি ছিল—প্যালেস্টাইনকে আর ব্রিটেনের অছি হিসেবে রাখা চলবে না। পাশাপাশি, সেখানে ইহুদি অনুপ্রবেশ বন্ধ করতে হবে।

    Best answer

Leave an answer