ভারতের ইতিহাসের প্রেক্ষিতে ১৯৪০ খ্রিস্টাব্দের আগস্ট ঘােষণা বলতে কী বােঝ?

Question

Answer ( 1 )

    0
    2023-08-25T10:45:03+05:30

    ভারতের বড়ােলাট লর্ড লিনলিথগাে ১৯৪০ খ্রিস্টাব্দের ৮ আগস্ট এক প্রস্তাবে ঘােষণা করেন যে- [i] গভর্নর-জেনারেলের শাসন পরিষদে আরও বেশি ভারতীয় সদস্য নেওয়া হবে, [ii] দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারতের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি গণপরিষদ গঠন করা হবে, [ii] এই পরিষদ ভারতের জন্য সংবিধান রচনা করবে ইত্যাদি। এটি আগস্ট ঘােষণা নামে পরিচিত।

    Best answer

Leave an answer