রাওলাট আইন প্রবর্তনের দুটি কারণ উল্লেখ করাে।

Question

Answer ( 1 )

    1
    2023-08-20T10:08:26+05:30

    রাওলাট আইন প্রবর্তনের দুটি প্রধান কারণ হল—[i] ব্রিটেন প্রথম বিশ্বযুদ্ধের পর পরাজিত তুরস্কের খলিফার ক্ষমতা খর্ব করলে ভারতের মুসলিম সম্প্রদায় সরকার বিরােধী আন্দোলনের প্রস্তুতি নেয়। [ii] প্রথম বিশ্বযুদ্ধের পর দ্রব্যমূল্য বৃদ্ধি, খরা, মহামারি, বেকারত্ব প্রভৃতি ঘটনার ফলে ভারতের সর্বত্র গণ-আন্দোলন ছড়িয়ে পড়ে।

    Best answer

Leave an answer