১৯০৯ খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন প্রণয়নের দুটি কারণ ছিল—[i] মুসলিম লিগের নেতৃবৃন্দ সরকারের কাছে তাদের সদস্যদের পৃথক নির্বাচনের দাবি জানায়। [ii] আইন পরিষদে বেশি সংখ্যায় নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণের দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেস সােচ্চার হয়।
Answer ( 1 )
১৯০৯ খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন প্রণয়নের দুটি কারণ ছিল—[i] মুসলিম লিগের নেতৃবৃন্দ সরকারের কাছে তাদের সদস্যদের পৃথক নির্বাচনের দাবি জানায়। [ii] আইন পরিষদে বেশি সংখ্যায় নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণের দাবিতে ভারতীয় জাতীয় কংগ্রেস সােচ্চার হয়।