সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযােগে ১৯২৯ খ্রিস্টাব্দে (২০ মার্চ) ৩৩ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে মিরাট ষড়যন্ত্র মামলায় ফাঁসানাে হয়। এদের মধ্যে উল্লেখযােগ্য ছিলেন মুজাফফর আহমেদ, এস. এ. ডাঙ্গে, পি. সি. যােশি, মীরাজকর, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি, ধরণী গােস্বামী, বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্যাট প্রমুখ।
Answer ( 1 )
সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযােগে ১৯২৯ খ্রিস্টাব্দে (২০ মার্চ) ৩৩ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করে মিরাট ষড়যন্ত্র মামলায় ফাঁসানাে হয়। এদের মধ্যে উল্লেখযােগ্য ছিলেন মুজাফফর আহমেদ, এস. এ. ডাঙ্গে, পি. সি. যােশি, মীরাজকর, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি, ধরণী গােস্বামী, বেঞ্জামিন ব্রাডলি, ফিলিপ স্প্যাট প্রমুখ।