সমক্ষেত্রফলবিশিষ্ট বেলন অভিক্ষেপে পৃথিবীর মানচিত্র আঁকা গেলেও নাতিশীতােয় ও মেরু অঞ্চলের বিচ্যুতির পরিমাণ বেশি হওয়ায় মূলত ক্রান্তীয় অঞ্চলের দেশ বা মহাদেশের মানচিত্র এর ওপর আঁকা হয়। সমক্ষেত্রফল বজায় থাকার কারণে ক্রান্তীয় অঞ্চলের জনসংখ্যা, বনজ ও খনিজ সম্পদের বণ্টন, কৃষি অঞ্চল ইত্যাদি এই অভিক্ষেপে যথাযথভাবে দেখানাে সম্ভব। সমগ্র পৃথিবীর মানচিত্র এই অভিক্ষেপে কদাচিৎ আঁকা হয়।
Answer ( 1 )
সমক্ষেত্রফলবিশিষ্ট বেলন অভিক্ষেপে পৃথিবীর মানচিত্র আঁকা গেলেও নাতিশীতােয় ও মেরু অঞ্চলের বিচ্যুতির পরিমাণ বেশি হওয়ায় মূলত ক্রান্তীয় অঞ্চলের দেশ বা মহাদেশের মানচিত্র এর ওপর আঁকা হয়। সমক্ষেত্রফল বজায় থাকার কারণে ক্রান্তীয় অঞ্চলের জনসংখ্যা, বনজ ও খনিজ সম্পদের বণ্টন, কৃষি অঞ্চল ইত্যাদি এই অভিক্ষেপে যথাযথভাবে দেখানাে সম্ভব। সমগ্র পৃথিবীর মানচিত্র এই অভিক্ষেপে কদাচিৎ আঁকা হয়।