এক প্রমাণ অক্ষরেখাবিশিষ্ট সহজ শাঙ্কব অভিক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার বিন্যাস কীরকম হয়?

Question

Answer ( 1 )

    0
    2023-08-11T13:03:23+05:30

    (i) অক্ষরেখাগুলি এক কেন্দ্রবিশিষ্ট বৃত্তচাপ নির্দেশ করে এবং পরস্পর সমান্তরালে অবস্থান করে। (ii) দ্রাঘিমারেখা গুলি অভিক্ষেপের কেন্দ্র থেকে বাইরের দিকে সরলরেখায় ছড়িয়ে পড়ে থাকে বলে কেন্দ্রবিমুখ সরলরেখা।

    Best answer

Leave an answer