শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এবং এই সন্ধির দুটি প্রধান শর্ত উল্লেখ করাে।Question
Answer ( 1 )
১৭৯২ খ্রিস্টাব্দে মহীশূরের শাসক টিপু সুলতান এবং ইরেজদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। শ্রীরঙ্গপত্তমের সন্ধির দুটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল—
[i] টিপু সুলতান যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৩০ লক্ষ টাকা এবং নিজ রাজ্যের অর্ধাংশ ইংরেজ, নিজাম ও মারাঠাদের ছেড়ে দেবেন।
[ii] ক্ষতিপূরণের টাকার জামিন হিসেবে টিপু তাঁর দুই পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেবেন।