সুলতান রাজিয়ার পতনের কারণ?

Question

Answer ( 1 )

    0
    2023-06-13T09:25:03+05:30

    সুলতানা রাজিয়ার পতনের কারণ –

    প্রথমত, ইলতুতমিস অভিজাত শ্রেণির ওপর নিজ কর্তৃত্ব বজায় রাখতে সমর্থ হয়েছিলেন; কিন্তু তার মৃত্যুর পর অভিজাত শ্রেণির প্রাধান্য অসম্ভব বৃদ্ধি পায় এবং তারা রাষ্ট্রীয় প্রশাসনে সর্বেসর্বা হয়ে ওঠে।

    দ্বিতীয়ত, সুলতানা রাজিয়াই সর্বপ্রথম অভিজাতদের ক্ষমতা ও প্রতিপত্তি খর্ব করে রাজশক্তিকে সংগঠিত করতে প্রয়াসী হন।

Leave an answer