পিটের ভারত শাসন আইনের দুটি ত্রুটি হল- [i] কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা ‘বাের্ড অব কন্ট্রোল’ প্রতিষ্ঠিত হয়। [ii] বাের্ড অব কন্ট্রোলের নির্দেশগুলি ‘সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগত। ফলে গভর্নর-জেনারেল অধিকাংশ সময় নিজে সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন।
Answer ( 1 )
পিটের ভারত শাসন আইনের দুটি ত্রুটি হল- [i] কোম্পানির শাসন পরিচালনার জন্য পূর্বেকার পরিচালক সভার অস্তিত্ব থাকলেও নতুন এই আইনের দ্বারা ‘বাের্ড অব কন্ট্রোল’ প্রতিষ্ঠিত হয়। [ii] বাের্ড অব কন্ট্রোলের নির্দেশগুলি ‘সিক্রেট কমিটির মাধ্যমে ভারতে আসতে প্রচুর সময় লাগত। ফলে গভর্নর-জেনারেল অধিকাংশ সময় নিজে সিদ্ধান্ত নিতে বাধ্য হতেন।