হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, সিরাজ-উদদৌলা কর্তৃক কলকাতা আক্রমণের (১৭৫৬ খ্রি.) পরে তার নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছােটো ঘরে আটক রাখা হয়। এর ফলে ১২৩ জন শাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) নামে পরিচিত।
Answer ( 1 )
হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, সিরাজ-উদদৌলা কর্তৃক কলকাতা আক্রমণের (১৭৫৬ খ্রি.) পরে তার নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছােটো ঘরে আটক রাখা হয়। এর ফলে ১২৩ জন শাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা (Black Hole Tragedy) নামে পরিচিত।