খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্যশৃঙ্খল (Food chain) বলে।
বিজ্ঞানী ওডাম ১৯৬৬ সালে খাদ্যশৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন, তা হল : খাদ্য-খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে আরও উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, শক্তিপ্রবাহের সেই ক্রমিক পর্যায়কে খাদ্যশৃঙ্খল বা ফুড চেন বলে। পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুরীতিতে বিভিন্ন প্রকারের খাদ্যশৃঙ্খল দেখা যায়, যেমন-
নদী, পুকুর, হ্রদ বা জলাশয় এলাকার মিষ্টি জলের বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খল নিম্নরূপ-
Answer ( 1 )
খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তর থেকে ধাপে ধাপে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তির ধারাবাহিক প্রবাহকে খাদ্যশৃঙ্খল (Food chain) বলে।
বিজ্ঞানী ওডাম ১৯৬৬ সালে খাদ্যশৃঙ্খলের যে সংজ্ঞা দিয়েছেন, তা হল : খাদ্য-খাদক সম্পর্কের ওপর ভিত্তি করে যে নির্দিষ্ট প্রণালীতে খাদ্যশক্তি উৎপাদক থেকে ক্রমপর্যায়ে আরও উন্নত জীবগোষ্ঠীর মধ্যে প্রবাহিত হয়, শক্তিপ্রবাহের সেই ক্রমিক পর্যায়কে খাদ্যশৃঙ্খল বা ফুড চেন বলে। পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের বাস্তুরীতিতে বিভিন্ন প্রকারের খাদ্যশৃঙ্খল দেখা যায়, যেমন-
নদী, পুকুর, হ্রদ বা জলাশয় এলাকার মিষ্টি জলের বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খল নিম্নরূপ-
উদাহরণ : উদ্ভিদ → পতঙ্গ → মাছ → মানুয়