সিন্ধুসভ্যতা এক বিশাল এলাকাজুড়ে বিস্তৃত ছিল । এই সভ্যতা সিন্ধু ,পাঞ্জাব , বালুচিস্তান, রাজস্থান , গুজরাট সৌরাষ্ট্র ও নর্মদা উপত্যকার এক বিরাট অঞ্চলে বিস্তৃত ছিল । উত্তরে জম্মু থেকে দক্ষিণে নর্মদা উপত্যকা এবং পশ্চিমে বালুচিস্তানের মাকরান থেকে পূর্বে মীরাট পর্যন্ত এর ব্যাপ্তি ছিল । এই সভ্যতার দুটি প্রধান কেন্দ্র ছিল মহেঞ্জোদরাে ও হরপ্পা।
Answer ( 1 )