সপ্তম শতাব্দীর প্রথমভাগে শ্রীমহাসামন্ত শশাঙ্ক গৌড়ে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন । বাঙ্গালী রাজাদের মধ্যে শশাঙ্কই ছিলেন প্রথম স্বাধীন নরপতি । উত্তরভারতের ইতিহাসেও শশাঙ্ক এক গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেন । শশাঙ্ক শক্তিশালী রাজা ছিলেন। শশাঙ্কের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন কনৌজ ও থানেশ্বরের রাজা হর্ষবর্ধন । তা সত্ত্বেও বঙ্গদেশ ও ওড়িষ্যার কিছু অংশ দক্ষিণবিহার বারানসী প্রভৃতি অঞ্চল শশাঙ্কের অধীন ছিল । শশাঙ্কই বাঙ্গালীর প্রথম সাম্রাজ্য স্থাপন করেন । কর্ণসুবর্ণ (বর্তমান কানাসােনা ) তাঁর রাজধানী ছিল। বর্তমান মুর্শিদাবাদ জেলার রাজার ঢিবি নামক অঞ্চলে প্রাপ্ত ধ্বংশাবশেষকে প্রাচীন কর্ণসুবর্ণ নগরী মনে করা হয় । সম্ভবত ৬০৪ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক রাজত্ব করেন।
Answer ( 1 )
সপ্তম শতাব্দীর প্রথমভাগে শ্রীমহাসামন্ত শশাঙ্ক গৌড়ে এক স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন । বাঙ্গালী রাজাদের মধ্যে শশাঙ্কই ছিলেন প্রথম স্বাধীন নরপতি । উত্তরভারতের ইতিহাসেও শশাঙ্ক এক গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেন । শশাঙ্ক শক্তিশালী রাজা ছিলেন। শশাঙ্কের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন কনৌজ ও থানেশ্বরের রাজা হর্ষবর্ধন । তা সত্ত্বেও বঙ্গদেশ ও ওড়িষ্যার কিছু অংশ দক্ষিণবিহার বারানসী প্রভৃতি অঞ্চল শশাঙ্কের অধীন ছিল । শশাঙ্কই বাঙ্গালীর প্রথম সাম্রাজ্য স্থাপন করেন । কর্ণসুবর্ণ (বর্তমান কানাসােনা ) তাঁর রাজধানী ছিল। বর্তমান মুর্শিদাবাদ জেলার রাজার ঢিবি নামক অঞ্চলে প্রাপ্ত ধ্বংশাবশেষকে প্রাচীন কর্ণসুবর্ণ নগরী মনে করা হয় । সম্ভবত ৬০৪ থেকে ৬৩৭ খ্রিস্টাব্দ পর্যন্ত শশাঙ্ক রাজত্ব করেন।